আমাদের কথা খুঁজে নিন

   

বিবাদ- বচসা এবং বোধহীন বকবকানি

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

সবাই বলছে ব্লগে দ্্বন্দ । সবাই সবাই কে গালাগলি করছে ছাগল বলছে , পাগল বলছে । কালপুরুষ এটা নিয়ে খুব সুন্দর একটা কমেন্ট দিয়েছেন। সিমরান শিকদার নামে একজন এসছেন উনি দেশদ্্রোহী দের তালিকা করছেন। খুব আনন্দের কথা।

দেশের শত্রুদের তালিকা করা জরুরী। ভাল কথা। খুব ভাল কথা। ত্রিভূজ কে নিয়ে না না কথা। অনেক আজে বাজে গালি ।

খুব খারাপ । এই ছেলেটি বিভিন্ন বিষয়ে পোস্ট দিচ্ছে। তার সব মতের সাথে সবাই একমত হবে এমন কোন কথা নয়। কিন্তু বিষয় হচ্ছে আপনি সর্া বজনীন কোন বিষয়ে পোস্ট দিবেন , সেখানে আপনি আপনার মতামত চেপে দিবেন আর কেউ প্রতিবাদ করবেন না এটা হয় না। সর্াবজনীন বলতে বুঝাচ্ছি মুক্তিযুদ্ধ , নারী-পুরুষ, র্ধম , কোরান, সমাজ , সংস্কৃতি , দেশ , রবিন্দ্রনাথ , বিজ্ঞান , আইনস্টাইন , ম্যারাডোনা , হাবিবুল বাশার , ঢাকা বিশ্ববিদ্যালয় , জামাত শিবির ।

ওয়ালী সংস্কৃতি বিষয়ক পোস্ট দিয়েছে কতগুলো কোশ্চেন করেছিলাম উত্তর দেয়নি। পরে বলছে পোস্টের শিরোনামে লিখা ছিল ' আমার নিজের ভাবনা ' । ল্যাঠা চুকে গেল আমি যদি মনে করি আমি উটপাখির বংশধর , তাতে সুমনের বলার কি আছে , আমি তো আর তাকে বলিনি। ত্রিভূজ কোরান-বিজ্ঞান বিষয়ে পোস্ট দিচ্ছে , র্অধ বিজ্ঞান , কেউ প্রতিবাদ করলে সে হয়ে যাচ্ছে কোরান বিরোধী। কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃ তির বিরুদ্ধে কথা বললে সিমরান এসে বলছে দেশদ্্রোহী ।

নারী-পুরুষ নিয়ে পোস্ট দিয়েছে ত্রিভূজ সমস্ত কথাব র্াতা ফিউডাল র্লডদের ছাড়িয়ে যায়। পোস্টের উপরে লিখে দিন এটা 'আমার ভাবনা ' । ওকে আমি অন্তত ওদিকে আর যাবো না। কারণ আমি আমার বউকে দুবেলা বেলট দিয়ে পিটাই, এটা আমার ইচ্ছা , কেউ যদি বলে তাকে আমার বলার কিছু নেই। আমি র্স বোচ্চ পুলিশকে খবর দিতে পারি।

এখন বিষয় হচ্ছে আপনি সর্া জনীন বিষয়ে নিজের মতামত চাপিয়ে দেবেন এটা তো হয় না, কেউ প্রতিবাদ করলে তাদেরকে একটা র্নিদিষ্ট বিশেষণে অভিহিত করা ঠিক না। আমি হাসান মোরশেদকে সেরা ব্লগার বানানোর একটা পোস্ট দিয়েছি। সেখানে ত্রিভূজ এসে বললো, রাসেল(.......) এবং মহুয়া কে বানান । আমি বলেছি তোমার ইচ্ছা হলে তুমি ঐ নিয়ে পোস্ট দাও। আবার কমেন্ট দিল রাসেল(...........) এর ঘরে মা-বোন উলংগ থাকলে উনার কোন অসুবিধা নাই ।

রাসেল (.........) এই কমেন্ট কোথায় করেছে আমরা সবাই দেখেছি। একজনের প্রশ্নের ( অন্যমনস্ক শরৎ এর পোস্ট, '' আমার একজন যৌন....। ') জবাবে রাসেল(.......) ঐ কথাটা বলেছিল । এটা উনার স্বস্ফর্ুত কোন বাক্য না। ত্রিভূজ ঐ কথা ধরে আমার পোস্টে এসে এই কমেন্ট করেছে , ওকে নিষেধ করার পরও ।

ওর কিছু পোস্ট আছে ইগনোর লিস্ট, অপ বাকের প্রতিবাদ, ফাঁদ এই সব নানা বিধ। নামগুলো সব লম্বা লম্বা। এখন আমি প্রতিদিন এসে, সামপ্রতিক কমেন্টে , এই রকম একটা দুটো দেখি। আমরা সবাই ভিন্ন টাইম জোনে থাকি। আমার যখন সকাল ঢাকায় রাত।

এটা উম্মুক্ত ব্লগ, প্রত্যেকের অধিকার আছে তার যা ইচ্ছা বলার। এখন কারো মনের ইচ্ছা যদি ব্লগের সবদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সমস্যা। এই বিষয়টা দেখছি বেশ অনেক দিন ধরে। ওকে কমেন্ট করে বললাম এটা খুব বিরক্তিকর হচ্ছে , তুমি তোমার এই ধরনের সব পোস্ট একত্রে কর। আর আপডেট করার থাকলে ঐ পোস্টেই কর।

এরকম একগাদা পোস্ট প্রতিদিন আপডেট করলে ঊই আর ইন ট্রাবল । ওর চিরচারিত নিয়মে বলল , আপনার কাজ আপনি করেন , আমাকে জ্ঞান দিতে আসবেন না । অন্যমনস্ক শরৎ একটা প্রস্তাবনা দিয়েছে, সে পোস্টটা পড়ার প্রয়োজন অনুধাবন করেনি, আমার পোস্টে এসে কমেন্ট করেছে '' একটা গাধার বাচ্চা কি করছে দেখেন ''। এখন সে পোস্ট না পড়ে একজনকে গাধার বাচ্চা বললে, পোস্ট পড়েতো তাকে রামছাগল বলায় বড় কোন অপরাধ দেখি না। আমি যে বিষয় বুঝিনা সে বিষয়ে আমি মাথা ঢুকাই না।

অকারণে সব বিষয়ে পান্ডিত্য ফলানো , আর যাই হোক পন্ডিতের লক্ষণ তো না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.