আমাদের কথা খুঁজে নিন

   

দ্যা লটারী(গল্পের সারংশ অনুবাদ সহ)

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই দ্যা লটারী _______শির্লেয় জ্যাকসন সাতাশে জুনের উষ্ণ সকালে, গ্রামের প্রায় সকল মানুষ জড়ো হচ্ছিল একটি মাঠে, যার একপাশে পোস্ট অফিস এবং আরেকপাশে ব্যাংক। প্রতিবছর এই গ্রামে এই দিনে লটারী হয়। ঐতিহ্যবাহী এই লটারী আশেপাশের অন্যন্য টাউনে ও গ্রামেও হয়, তবে একদিন আগে শুরু হয়! অন্যান্য টাউনে যদিও একদিন আগে শুরু হয় জনসংখ্যার আধিক্যের কারনে। কিন্তু এই গ্রামের জনসংখ্যা প্রায় দু'শ এর মত, যার কারনে প্রায় ঘন্টা দুয়েক এর বেশি লাগেনা এখানে লটারী শেষ হতে। শিশুদের স্কুল গ্রীষ্মের বন্ধ চলছে, তাই এই সময়টাতে তাদের অবাধ চলাচলের মেলা! মাঠে দাড়িয়ে থাকা এই বাচ্চারা যদিও স্কুল নিয়েই কথা চলছে।

এদেরি একজন ববি। সে এই মাঠে তার বন্ধুদের সাথে খেলছে, এবং খেলতে খেলতে তার পকেট নুড়ি পাথরে ভরিয়ে ফেলেছে এতক্ষনে। ববি, হ্যারি এবং ডিকি, এরা তিনজনে সবচেয়ে বেশি পাথর জমিয়ে ফেলেছে পুরো মাঠের ছেলেদের মধ্যে। শুধু ছেলেরাই পাথর জমাচ্ছে! মেয়েরা একপাশে দাড়িয়ে চুপচাপ গল্প কর যাচ্ছে। তাদের কেউ কেউ ছোট ভাই-বোনের হাত ধরে দাড়িয়েও আছে মাঠের একপাশে! একটু পর একে এক দ্রুত আসতে শুরু করল প্রবীনরা।

নিজেদের মধ্যেরই তারা কথা বলতে লাগতে। তাদের অধিকাংশই ছোট দলে বিভক্ত হয়ে আলোচনা করছিল, এবারের ফসল, কর এবং কেউ কেউ জোক বলছিল। যদিও সেখেত্রে আশ্চর্য বিষয় হল, জোক শুনে কিন্তু কেউ তেমন হাসলো না। ববির বাবা ববিকে ডাকলো যখন ববি তার মায়ের ডাক শুনেও তার বাবা মায়ের কাছে আসলো না। বাবার ডাক শুনে দ্রুত ববি চলে আসলো।

এই লটারী গ্রামের সকলের ফসল ভালোভাবে হবার জন্য হয়ে থাকে। যার সাথে জড়িয়ে আছে গ্রামের ভবিষ্যত, সকলের আহার এবং অন্যান্য চাহিদা! দ্রুত লটারী শুরু হওয়ার তোরজোড় হতে লাগল, প্রায় একিসাথে সবাই চারদিক-থেকে ঘিরে দাড়াল। মি: সামার লটারী করার কাজে নিযুক্ত, তিনি মধ্যবয়স্ক। তিনি একটি কালো বাক্স বের করে আনলেন, যা বছরের বিভিন্ন সময় বিভিন্ন গ্রামবাসীর কাছে জমা থাকে। সেই কালো বাক্সটি দিয়েই প্রতিবছর লটারী সম্পন্ন হয়।

যদিও তিনি বাক্সটি পরিবর্তনের প্রস্তাব দেন, কিন্তু কেউ সম্মত হয়না, কেননা এতে অর্থ এবং ঐতিহ্যের অপচয় হবে। মিঃ সামার মাঠে পৌছানর পর তিনি বাক্সটি রাখতে সাহায্য চাইলে সাহায্য করতে আসে মিঃ মার্টিন এবং তার বড় ছেলে। তারা স্টুলের উপর বাক্সটাকে রাখে, যা প্রায় সবার দৃষ্টিতেই প্রশংসনীয়। এরপর মিঃ সামার জানতে চাইলেন গ্রামের সবাই উপস্থিত কিনা লটারীর জন্য। এই লটারী বাক্সটি এই গ্রামের সবচেয়ে প্রবীন ব্যক্তিটির চেয়েও পুরাতন।

এর অবস্থা বেশ শোচনীয়, কিন্তু ঐতিহ্যবাহী হও্য়ার কারনে ফেলে দেয়া বা পরিবর্তন হয়নি! এর রং বর্তমানে কালো না, বরং ধুসর! প্রতিটি ব্যাক্তি উপস্থিত জানতে গেলে জানা যায় মিসেস হাচিসেন পৌছে গেছেন। পাশের কিছু মহিলা তাকে দেখে বলে, "তোমার স্বামী ওখানে টেসি!" এরপর অন্য একটি পরিবার থেকে কোন বড় পুরুষ না থাকায় পরিবারের কর্ত্রী কাগজ তুলবেন বলেন। সেটা যদিও কারো ভালো লাগলো না। এরপর গ্রামের সকল পরিবারের একজন কর্তা একটি করে কাগজ তুলবে বাক্স থেকে, এই হল নিয়ম। সবাই একে একে কাগজ তুলে চিন্তিতভাবে দাড়িয়ে রইল।

এরপর একসাথে সবাই কাগজ খুলে দেখল। গ্রামের প্রবীন এক ব্যাক্তি অন্য গ্রামে লটারী প্রথা উঠে যাওয়া নিয়ে রাগ করেন। কেননা তাদের বিশ্বাস, এই লটারী ভালো ফসলের জন্য করা হয়ে থাকে। আর পরিবর্তন স্বীকার করা কঠিন! মিঃ হাচিসন এর কাগজে একটি কালো দাগ ছিলো, তারপরি টেসি চিৎকার করে বলে উঠে, "এটা ঠিক না। আমরা সময় পাইনি।

আমাদের আবার পুনরায় ম্যাচ করার সুযোগ দেয়া হোক!" কিন্তু কেউ তার কথা মানলো না। এরপর তাদের পরিবারে পাচ সদস্য, মিঃ ও মিসেস হাচিসন, তাদের দুই ছেলে ও মেয়েকেয়ে কালো বাক্সে পাচটা কাগজ রেখে একটা করে নিতে বলা হয়! একে একে তারা নেয়। তাদের সবার কাগজ খুলতে নির্দেশ দেয়া হয়। সবাই খুললেও, মিসেস হাচিসন খুলতে চায়না। অতপর দেখা যায়, মিসেস হাচিসন এর কাগজেই কালো দাগ দেয়া হয়।

এরপর তিনি চিৎকার করে আবার বলেন, "এটা ঠিক নয়," কিন্তু তার সময় হয়ে এসেছিল। তিনি বিজয়ী, এবং এরপর তাকে গ্রামের সবাই মিলে পাথর মেরে মেরে ফেলেন, এমনকি তার পরিবার ও তাকে পাথর ছুড়ে মারে! তাকে বলি দিয়ে গ্রামবাসী আরেকটি বছরের ফসলের সুভবিষ্যতের আশা দেখ! (সমাপ্ত) গল্পটা পড়ে আমার মাথা হ্যাং করেছিল। তবে একটা কথাই বলি, আমরা স্যাক্রিফাইস করতে করতে আজকে এসেছি! আজো ভালো থাকুন! গল্পের লিংক(ইংরেজি): Click This Link  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.