আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে বাউফল আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন গ্রেপ্তার-১

void(0)

বাউফলের আদাবাড়িয়া মিলঘর বাজার এলাকায় সোমবার গভীর রাতে আদাবাড়িয়া ইউপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোবাহান মৃধা(৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে। এলাকাবাসি জানায়, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল হক ফকির গ্রাম আদালত ও দলীয় কাজ করার জন্য ওই ইউপির মিলঘর বাজারে একটি অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপন করেন। সোমবার রাত ১০ টার পর চেয়ারম্যান ওই অফিস থেকে বাড়ি যান।

রাত ১ টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল ডেলে ওই অফিসে আগুন ধরিয়ে দেয়। এসময় আগুনের লেলিহান দেখে বাজারের ব্যবসায়িরা ডাকচিৎকার দিলে আশপাশের লোজন এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাশকতার দায়ে ওই ইউনিয়নের বিএনপি নেতা সোবাহান মৃধাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল হক ফকির সাংবাদিকদের বলেন, সপ্তাহে দু’দিন ওই অফিসে ইউনিয়নের শালিস-বৈঠক করা হতো। এজন্য বিরোধিরা এই অফিসকে আওয়ামী লীগের অফিস মনে করত।

সোমবার স্থানীয় বিএনপি ও জামাতের লোকাদের বারবার অফিসের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি বলেন, হরতাল সমর্থক বিএনপি-জামায়াতের লোকজনই অফিসে আগুন দিয়েছে । বাউফল থানার ওসি নরেশ কর্মকার জানান, আগুন দেয়ার ঘটনার সাথে আটককৃত সোবাহানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।