আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন

রাজধানী ঢাকার সাথে সড়ক পথে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগের প্রধানরুট ঢাকা-বরিশাল মহাসড়ক ও ঢাকা-খুলনা মহাসড়কে আজ সকাল থেকে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ। তবে গত রাত থেকে অন্য দিনের তুলনায় যানবাহন চলাচল কম করতে দেখা গেছে।

এদিকে দুরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার কাওড়াকান্দি-মাওয়া নৌরুট ফেরি চলাচল স্থবির হয়ে পড়েছে। অবরোধের কারণে নৌরুটের উভয়পাড়ে যানবাহন না থাকায় চালু থাকা ফেরিগুলো উভয়ঘাটে নোঙর করা রাখা হয়েছে।

যানবাহন আসলে পারাপার করা হবে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে।

তবে সোমবার দিনগত রাতে আটকে পড়া যানবাহন মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পারাপার করা হয়। মাওয়া-কাওড়াকান্দি নৌরুট চলাচলরত ১৭টি ফেরির মধ্যে ১৪ ফেরি চালু রয়েছে। সোমবার রাতে আটকে পড়া কিছু যানবাহন মঙ্গলবার সকালে পারাপার করা হয়েছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক মো.বাতেন জানান, কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে নৌযান চলাচল অন্যদিনের তুলনায় কম।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।