আমাদের কথা খুঁজে নিন

   

নাশকতায় মদদ দিলে কঠোর ব্যবস্থা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিরোধী দলের যেসব নেতার বিরুদ্ধে নাশকতায় মদদ দেওয়ার অভিযোগ পাওয়া যাবে তাদেরই আইনের আওতায় আনা হবে। তিনি আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে অবরোধ বিরোধী অবস্থানকালে সাংবাদিকদের এ কথা বলেন।

বিরোধী দলের ৬ জন কেন্দ্রীয় নেতাকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আরো গ্রেফতার করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আরও বলেন, যাদের বিরুদ্ধে নাশকতা করা ও নাশকতায় মদদ দেওয়ার অভিযোগ পাওয়া যাবে তাদেরই আইনের আওতায় আনা হবে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলের সহিংসতা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এতে কী মনে হয় তারা নির্বাচন ঠেকিয়ে দেবে- এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, সহিংসতা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। এতে বিরোধী দলও অংশ নিবে বলে আমি আশা করি। নির্বাচন ঠেকানোর সুযোগ, অধিকার ও সক্ষমতা কারো নেই।

বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার পর্যাপ্ত সময় আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য আমরা অনেক চষ্টো করেছি।

তারা আমাদের আশ্বস্থ করেও এখন দেশবাসীর সঙ্গে ধোঁকাবাজি করছে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জনগণ বিরোধী দলের নাশকতা চায় না। তারা নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে। আজকের স্বাভাবিক জীবনযাত্রা তারই প্রমাণ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চেৌধুরী মায়া বীরবিক্রম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, রফিকুল ইসলাম লিটন, আজিজুল ইসলাম আজিজ প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.