আমাদের কথা খুঁজে নিন

   

নাশকতায় ধুমকেতু লাইনচ্যুত, ট্রেন বন্ধ

রাজশাহী রেল পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, চারঘাট উপজেলার সারদা ও নন্দনগাছি স্টেশনের মাঝামাঝি চারঘাটের সলুয়া জোকুয়ার বিলের মধ্যে অবরোধকারীরা লাইনের ফিস প্লেট ও নাট খুলে রেখে যায়।
দুই ঘণ্টা দেরিতে রাজশাহী থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যাওয়া ধুমকেতু এক্সপ্রেস শনিবার রাত দেড়টার দিকে ওই এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয় বলে রাজশাহী স্টেশনের ব্যবস্থাপক রেজাউল করিম জানান।
ফাইল ছবি এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকা ও খুলনাসহ উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ফাইল ছবি
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। সকাল থেকে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারে কাজ শুরু হয় বলে রেল পুলিশের ওসি জানান।

 
ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, লাইন মেরামত করে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে রোববার দুপুর হয়ে যেতে পারে।
তিনি জানান, শনিবার সন্ধ্যার পর থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত অবরোধকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে অন্তত তিনবার গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচলে বিঘœ ঘটায়। জিআরপি পুলিশ গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে ফেলে। এ কারণেই ধমকেতু দুই ঘণ্টা বিলম্বিত হয়।
গভীর রাতে ধুমকেতু লাইনচ্যুত হওয়ায় রাতভর নিরাপত্তাহীনতায় কাটাতে হয় যাত্রীদের।


শামিউল ইসলাম নামের এক যাত্রী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনা নাক্কারজনক। যারা এ ধরনের কাজ করছে তারা আর যাই হোক দেশের মঙ্গল চায় না। এতো রাতে যাত্রীরা ট্রেন ছেড়ে কোথাও যেতেও পারছে না। সবাই আশঙ্কার মধ্যে রয়েছে। ”
লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস নন্দনগাছি স্টেশনে আটকা পড়ে।

পরে সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যাওয়া সিল্কসিটির যাত্রীদের পদ্মায় করে ঢাকা পাঠানো হয়। আর পদ্মার যাত্রীদের দুর্ঘটনা কবলিত ধুমকেতুর সচল বগিগুলোতে করে অন্য একটি ইঞ্জিন দিয়ে রাজশাহী স্টেশনে নেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.