আমাদের কথা খুঁজে নিন

   

মরছে পুলিশ, হাসছে পেঙ্গুইন!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা, আপনারা এদেশের মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। আপনারা আমাদেরই মত বাংলাদেশী এবং আমাদেরই পরিবার ও আত্মীয় স্বজন। আপনারা জেগে থাকেন বলেই আমরা রাতে ঘুমোতে যেতে পারি। কিন্তু দেখুন, আওয়ামী লীগ সরকার কি ভয়াবহ ও নির্দয়ভাবে আপনাদের জনগণের মুখোমুখি দাড় করিয়ে দিয়েছে। আপনারা সরকারের নির্দেশ পালনে বাধ্য, তাই আপনাদের দিয়ে তার বিরোধীদের গুলি করাচ্ছে।

প্রজাতন্ত্রের কর্মচারী আপনাদের ব‌্যাবহার করছে রাজনৈতিক ক্যাডারদের মত। অবস্থা এতটাই খারাপ যে, আজকে মানুষ আপনাদের ঘৃণা করে। আপনাদের আহত-নিহত হবার খবরে একজন মানুষও শোক প্রকাশ তো দুরে, বরং খুশীই হয়! এটা কি আপনাদের প্রাপ্য ছিল? সংসার-পরিবার ফেলে রাজপথে জনগণের সম্পত্তি রক্ষায় আপনারা জীবনের ঝুঁকি নিচ্ছেন কি মানুষের ঘৃণা পাওয়ার জন্য? আমি বিশ্বাস করি না এটা আপনাদের প্রাপ্য , আমার আত্মীয়দের ভেতরও পুলিশ রয়েছে, আমি জানি আপনারা যখন ডিউটিতে যাবার জন্য বের হন তখন আপনাদের মা- স্ত্রী- কণ্যারা কতটুকু অসহায় বোধ করে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন আপনি সুস্থদেহে বাড়ি ফিরতে পারেন। যতক্ষন ঘরে না ফিরছেন ততক্ষন প্রচন্ড উৎকন্ঠায় কাটে ‌আপনার পরিবারের সময়। আমার মনে হয় সময় এসেছে জনতার সাথে আপনাদের এই ভুল বোঝাবুঝি নিরসন করার।

যেই বিক্ষুদ্ধ যুবকটি আপনাকে উদ্দেশ্য করে ককটেল মারছে সে আপনাকে চেনে না, আপনি যাকে গুলি করছেন তাকেও আপনি চেনেন না। কিন্তু এমনই পরিস্থিতি দাড়িয়েছে যে, আপনারা দু'জন দু'জনকে খুন করতে বাধ্য। তাই বলি, সরকারি চাকরি'র নিয়ম নীতি'র ভেতরে থেকেই ন্যায় ও মানবতার পক্ষে দাড়ান। আপনার ইমিডিয়েট অফিসারকে বলুন যে শুধুমাত্র তার আদেশের ভিত্তিতে আপনি আর কোন বাংলাদেশী ভাই এর উপর আর একটা গুলিও করবেন না। আমার বিশ্বাস যে আপনারা নিজেরাও জানেন যে, যতক্ষন পর্যন্ত বিক্ষোভকারীদের সমাবেশ ও মিছিল করার সাংবিধানিক অধিকার প্রদান করবেন, ওরাও আপনাদের আঘাত করবে না।

ছবিটি দেখুন, আপনারা যখন অপরিচিত নাম না জানা পিকেটারদের আক্রমনে আহত হয়ে পড়ে আছেন, ছবি'র পেঙ্গুইনটি কিভাবে অট্টহাসি হাসছে। আপনারা জানেন, বাংলাদেশে পেঙ্গুইনের দল কারা। এই পেঙ্গুইনের দল আপনাদের ব্যাবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আর আপনাদেরই রক্তক্ষরন দেখে এভাবেই অট্টহাসি হাসে। তাই আপনাদের কাছে আমার আহ্বান, একজন মানুষ, একজন বাংলাদেশি, জনগণের বন্ধু হিসেবে জনগণের উপর গুলি চালানো বন্ধ করুন। নিজেদের জন্য না হলেও, জনতার বিশ্বাস অর্জন করে নিজের ও জনতার পরিবারগুলোর দিকে চেয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় আপনাদের আইনি অধিকার ও অভিবাবকসূলভ ক্ষমতার ব্যাবহার করুন।

আল্লাহ সবার মঙ্গল করুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.