আমাদের কথা খুঁজে নিন

   

মরছে তারা তোদের বাঁচানোর জন্য।

আমি স্বাধীনচেতা,স্পষ্টভাষী। তারা গরিব এটাই তাদের দোষ। তারা দিন আনে দিন খায় তাই তাদের জন্ম বৃথা,মৃত্যুই তাদের জন্য কাম্য। তাই? না, তা না। তোরা রক্ত চোষা হায়েনার দল তাদের রক্ত পানি করা পরিশ্রমের টাকায় খেয়ে পড়ে বেচে আছিস।

লজ্জা করেনা তোদের? যারা প্রতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে, যারা তোদের আরাম আয়েশের রাস্তা পরিষ্কার করে দিচ্ছে তাদের এই ভাবে মৃত্যুর জন্য ঠেলে দিতে? তোরা মানুষ নামে জানোয়ার, তোরা মৃত্যু কেনা বেচা করিস। তোরা মৃত্যু নিয়ে ফাজলামি করিস। তোদের ভাষায় মানুষ ঠেলে ৮ তলা ভবন ধসিয়ে দেয়। তোরা বিবৃতি দে আর উদ্ধারকারী সাধারন জনতা কয়েকটা টর্চ লাইটের অভাবে ভাল মত উদ্ধার কাজও চালাতে পারছেনা,৪০০০ কোটি টাকা তোদের কাছে কিছুনা, কিন্তু কয়েকটা যন্ত্র জোগাড় করতে তোদের পকেট খালি হয়ে যায়, তোরা ধর্মের নামে আন্দোলন করিস আর আহত মানুষদের বাঁচানোর জন্য কয়েক ব্যাগ রক্ত জোগাড় করতে পারিস না। আটকে পরা মানুষ গুলো অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করছে, ধুকে ধুকে মরছে কয়েকটা স্ল্যাব কাটারের অভাবে।

মরছে, তারা মরছে, তোদের বাচানর জন্যই তারা মরছে। থুতু ও মারতে ইচ্ছা করেনা তোদের মুখে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.