আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেইন ব্রেইন ব্রেইন ব্রেইন ব্রেইন.....



আমার কাছে মানব শরিরের সবচেয়ে অদ্ভুত অংশ মনে হয় ব্রেইন। এই কারনে ব্রেইন নিয়ে অনেক স্টাডি করি আর মজার বহু তথ্য পাই। আজকে কিছু শেয়ার করলাম। ভাল লাগবে আশা করি কিংবা অনেক তথ্য জেনে মুখ “হা” হয়েও যেতে পারে। পরে দেখুন তাহলে, আর কমেন্টে জানাতে ভুল্বেন না কেমন লাগলো - ১।

ব্রেইন এর সাইজ এবং কাজ নিয়ে অনেক মিথ প্রচলিত থাকলেও এটাই সত্য যে ব্রেইনের সাইজের সাথে বুদ্ধিমত্তার কোনও সম্পর্ক নেই। আপনি জানেন কি আইনস্টাইনের ব্রেইনের সাইজ সাধারন মানুষের গড় ব্রেইনের সাইজের চেয়ে ছোট ছিল?!!! ২। জানেন কি আমরা চোখে যা দেখি ব্রেইনে তার উল্টা চিত্র প্রতিফলিত হয়? মানে ধরুন আপনি একটা চেয়ার দেখলেন, ব্রেইনে চেয়ারের পা থাকে উপরে মাথা থাকে নিচে। ব্রেইন নিজ উদ্যোগে এই চিত্র ঠিক করে দেয়। আর তাই আমরা একটা বস্তুকে সোজা দেখি।

তা না হলে পরিস্থিতি কি হত ভাবুন তো !!! ৩। গবেষণায় দেখা গেছে মহিলাদের ব্রেইনের চেয়ে পুরুষের ব্রেইনের সাইজ ১০% বেশি। কিন্তু মহিলাদের ব্রেইনে স্নায়ুকোষ ও তাদের কানেক্টর বেশি থাকার কারনে বেশি দক্ষতার কাজগুলো মহিলাদের জন্য করা সহজ হয়, যেমন গান, রান্না, সেলাই। ৪। ঘ্রান থেকে যেই স্মৃতি ব্রেইনে জমা হয় তা বেশি গাড় ও স্থায়ী হয়।

এটা আমার কথা না। গবেষণায় প্রমানিত। একারনেই AXE ….very very… এহেম এহেম। ৫। আমাদের ব্রেইনে যেই পরিমান রক্তনালী আছে তা সোজা করে মাপ্লে যেই দৈর্ঘ্য হবে তা পুরো পৃথিবীকে ৪ বার প্যাচ দিতে পারবে? বিশ্বাস হচ্ছে না?? গুগলে খুজেই দেখুন!!! বাই দ্য অয়ে ব্রেইনের রক্তনালীর দৈর্ঘ্য ১০০,০০০ কিমি।

৬। বিশ্বাস হবে কিনা জানিনা গড়ে একজন মানুষ দৈনিক ৭০,০০০ চিন্তা করে। বিলিভ ইট!!! ৭। জানেন কি আপনি যতক্ষণ জেগে থাকেন আপনার ব্রেইনে তখন যেই পরিমান ইলেকট্রিক ইম্পালস তৈরি হয় তা একটি লাইট বাল্ব জালিয়ে রাখার জন্য যথেষ্ট। বিজ্ঞানে ইদানিং এটাকে “লাইট বাল্ব মোমেন্ট” বলা হয়।

৮। হয়ত শুনেছেন ব্রেইনের ডান দিক শরিরের বাম পাশ কন্ট্রোল করে, আর ব্রেইনের বাম দিক শরিরের ডান পাশ কন্ট্রোল করে। কিন্তু এটা জানেন কি ব্রেইনের বাম পাশ লজিক্যাল চিন্তা করে আপনাকে কাজ করতে বলবে আর ব্রেইনের ডান পাশ ইমোশন দিয়ে চিন্তা করে আপনাকে কাজ করতে নির্দেশ দিবে। ৯। আর এই যে ব্রেইন নিয়ে এত কথা বললাম, এটা জানেন তো ব্রেইনের ৬০% ই চর্বি আর বাকি বেশির ভাগ হল পানি।

চর্বি আর পানি আপনার দৈনন্দিন এত কাজের ডিসিশন দেয়। হা হা হা ... মজার না!! আজকে অনেক অদ্ভুত সত্য জানলেন। সামনে আরও অনেক মজার সত্য নিয়ে আসব। সবাই ভাল থাকবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.