টুকিটাকি ভাবনাগুলো
Lei: পাঠ্যবই সম্পর্কে জ্ঞান নিতে বিদেশ যাচ্ছেন 7 সাংসদ ও 15 কর্মকর্তা । ইন্দোনেশিয়ায় যাচ্ছেন 7 জন, মালয়শিয়ায় যাচ্ছেন 7 জন এবং চীনে যাচ্ছেন 8 জন । আমার মনে হয় পাঠ্য পুস্তকের বদলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারনা নিতে গেলে বেশী লাভ হতো ।
এখন কি ধরনের জ্ঞান তারা নিতে যাচ্ছেন তাই নিয়ে একটু ব্রেইন স্টোর্মিং বা মাথা খাটানো যাক ।
* শিক্ষার বিভিন্ন মুখ সম্পর্কে ধারনা লাভ ও পাঠ্যপুস্তক একমুখীকরনের উপায় পর্যালোচনা ।
* পাঠ্যপুস্তককে কিভাবে ডাইনামিক করা যায় অর্থাৎ সরকারের মতবাদ অনুযায়ী এডিট করার মত ফ্লেক্সিবল করা যায় ।
* কুরিয়ারের মাধ্যমে বইগুলো না আনিয়ে Seeing is believing অর্থাৎ দেশগুলো নিজেরা বেড়িয়ে পাঠ্যপুস্তকগুলো সম্পর্কে ভালো ধারনা নেয়া যায় ।
* ছাত্রছাত্রীদের বুদ্ধিখাটানোর জন্যে জটিল কিছুর বদলে মুখস্ত করতে সাহায্য করার জন্যে সহজ টেক্সট ।
* মলাট বাধার নতুন নিয়ম যাতে পৃষ্ঠা সহজে অপসারনযোগ্য হয় ।
আর কোন সাজেশন থাকলে জানান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।