আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে সিইসি'র কফিন নিয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিল

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি ও সিলেটের নেতাকর্মীদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে স্বেচ্ছাসেবক দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। হরতাল চলাকালে সিলেট নগরীতে সিইসি'র প্রতীকি কফিন নিয়ে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এছাড়া বিভিন্ন স্থানে চারটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।

আজ রবিবার সকাল ৮ টায় স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাকর্মীরা সিলেট নগরীর জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে অবস্থান নেন। সেখান থেকে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে কোর্ট পয়েন্ট ঘুরে পুণরায় সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।

সকাল ১০টায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে সিটি সেন্টারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। সিইসি'র প্রতীকি কফিন নিয়ে মিছিলটি কোর্ট পয়েন্ট, বন্দরবাজার ও সুরমা পয়েন্ট ঘুরে ফের সিটি সেন্টারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম ফারুক, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী প্রমুখ।

পরে সকাল সাড়ে ১১টায় সিটি সেন্টার থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মিরাবাজারের দিকে চলে যান।

এদিকে, হরতাল চলাকালে সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমার বাবনা মোড়ে ৩টি ও সকাল সাড়ে ১০টায় জিন্দাবাজারে একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে হরতাল সমর্থকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।