আমাদের কথা খুঁজে নিন

   

খাঁচার দুয়ার আলগা করো!



আজ তোমার দেওয়া পোলাও কুরমা খেলাম, হঠাৎ যে এ আয়োজন করবে বুঝতে পারিনি। তারপর আবার স্বয়ং শ্বাশুড়ি আম্মার হাতে পাঠাবে? কৈশল ভালোই জানো বলে, সব সহজেই গোছাতে পারো। আচ্ছা তোমার মাকে শ্বাশুড়ি কেনো বলছি? তিনিতো নাও হতে পারেন, আবার হলে মন্দ কি বলো? যাকগে ওসব বাদ দিয়ে সহজ কথায় আসি, আজ কাছে থাকলে হয়ত বলতাম ভালোবািস। সত্যি বলো তো! কি মধুর স্বাদে রেধেছো, হাত চাটছি। আর পাগল করা ঘ্রাণে তোমার রজনী গন্ধা কেশে হারিয়ে যাচ্ছি।

এই শোন! তুমি কি আজ ইচ্ছে করেই লবণ কম দিলে? নাকি আমার মা তোমার প্রশংসা শুনতে পারলো না বলে, ঠাট্টা করলো একটু জেনে শুনে। চেয়েছিলাম বন্ধুকে খাওয়াবো, কিন্তু কম হলো! এমন কেনো দিলে? ও বুঝেছি ছোট পেটুকটা সব খাবে, না দিও না, বাবার জন্য কিছু রেখো। এই তুমি কি রান্না ঘরে সারাদিন ছিলে আমার জন্য বসে। থাকো, এটা তোমার পরম শিক্ষা, নইলে আমাকে কিভাবে রেধে খাওয়াবে। আমি কিন্তু রেষ্টুরেন্টের খাবার খেতে পারি না, তুমি চাইলে সপ্তাহে একিদন আমরা রেষ্টুরেন্টে যাবো।

আর তোমার পছন্দের তালিকা থেকে বেছে খাবো। এই জানো আজ যদি তুমি খাবার না পাঠাতে আমি খেতাম না। তুমি কিভাবে বুঝো?! আমার মন কি চাইছে, গহীন বনের পাখিরা আজ তোমার বাসায় কিচির মিচির গাইছে। তারা কি বলে সেটা তো বুঝো না, আমি বলি না, তাও বুঝে ফেলো, লজিকটা কি ধরতে পারলে পাখিদের বলতাম, তারাও কিছু পেতো। আচ্ছা আজ আমার জন্য পাঠিয়েছো, তাই বলে কি ওদের ভুলে যাবে? খাঁচার দুয়ার এবার আলগা করো, ওরা মুক্ত আকাশে উড়ে, গহীন বনে চলে যাক।

ওখানেই ওদের মানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।