আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে রণক্ষেত্র লালমনিরহাট ও জয়পুরহাট, নিহত ৭

এছাড়া রংপুরে রেললাইন উৎপাটন এবং সিরাজগঞ্জে সেতুর পাটাতন হরতালকারীরা খুলে নেয়ায় সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়েছে।
হরতালে রাজশাহীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে জামায়াতের, হয়েছে বোমাবাজিও। চট্টগ্রামে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে বোমা ছোড়া হয়েছে, বোমা হামলা হয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে সাক্ষীর ফরিদপুরের বাড়িতেও।
গত দুদিনের মতো আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা অব্যাহত ছিল। লক্ষ্মীপুরে হত্যা করা হয়েছে ছাত্রলীগের এক কর্মীকে।


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিহতদের মধ্যে দুজন শিবিরকর্মী, একজন জামায়াত ও একজন আওয়ামী লীগ কর্মী রয়েছেন।
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় সংঘর্ষে নিহতদের মধ্যে দুজন শিবিরকর্মী, আর একজন হলেন ভ্যানচালক। লক্ষ্মীপুরের রায়পুরে এক ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়।
কাদের মোল্লার ফাঁসির পর শনিবার সহিংসতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচজন নিহত হয়। এছাড়া নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে জামায়াতকর্মীরা হামলা চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে  এক জামায়াতকর্মী নিহত হয়।

আর তাদের হামলায় নিহত হয় আওয়ামী লীগের চার নেতাকর্মী।
এদিকে রোববার সন্ধ্যায় জামায়াত এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার নোয়াখালীতে তাদের ৮ জন, নীলফামারীতে ৭ জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আর গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ডের পর থেকে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ১৬।
এদিকে হরতাল-অবরোধসহ জামায়াত-শিবিরের নাশকতা প্রতিহত করতে এবং দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিশোধ নিতে বিজয় দিবসের পর নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে জামায়াতি সহিংসতায় আওয়ামী লীগ কার্যালয় আক্রান্ত হওয়ার মধ্যে রোববার প্রথম প্রহরে ফেনী শহরে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুড়িয়ে দেয়া হয়েছে দলটির মালিকানাধীন একটি মার্কেটের বেশ কয়েকটি দোকানও।
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে জবাই
হরতালে সহিংসতার মধ্যে রায়পুর উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যার লুধুয়া বাজারে এ হামলায় আরো দুজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত মিরাজ হোসেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং দেনায়েতপুর গ্রামের আবুল কালামের ছেলে।
আহতরা হলেন উপজেলা যুবলীগের সহসভাপতি মাকসুদ এবং যুবলীগকর্মী রানা।

মাকসুদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। রানাকে পাঠানো হয় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
আওয়ামী লীগ এ হামলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন জানান, মোটরসাইকেল যোগে এ তিনজন মিরগঞ্জ থেকে রায়পুর শহরে আসার পথে লুধুয়া বাজারে শিবিরের সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে।
এরপর তারা তিন জনকে কুপিয়ে আহত করে এবং মিরাজ ও মাকসুদকে গলা কেটে হত্যার চেষ্টা করে।

এতে মিরাজের মৃত্যু হয়।
রংপুরে আড়াইশ ফুট রেললাইন উৎপাটন
হরতালের আগে পীরগাছায় প্রহরীদের বেঁধে রেখে ২৫২ ফুট রেললাইন উপড়ে ফেলেছে জামায়াতকর্মীরা। ভোরে ওই এলাকার পরিস্থিতি দেখতে গিয়ে একটি টহল ট্রেন সেখানে লাইনচ্যুত হয়।
ফলে ভোর থেকে লালমনিরহাট ও ঢাকার সঙ্গে রংপুরের ট্রেন চলাচল বন্ধ ছিল, যা ১৮ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে পুনরায় শুরু হয় বলে পীরগাছার স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান।
তিনি বলেন, পীরগাছা স্টেশন থেকে ছয় কিলোমিটার দূরে কুকড়া রেলসেতুর পাশে এই নাশকতা ঘটানো হয়।


রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, রাত ৩টার দিকে শতাধিক লোক এসে দুই প্রহরীকে বেঁধে লাইন উপড়ে ফেলে চলে যায়।
পীরগাছা স্টেশন থেকে ছয় কিলোমিটার দূরে কুকড়া রেলসেতু। সেখানে চার চৌকিদার পাহারায় ছিল।
চৌদিকার হিরালাল বলেন, রাত ৩টার দিকে শতাধিক লোক এসে তাদের বেঁধে রেখে সেতুর একটি পাটাতন এবং ২৫২ ফুট রেল লাইন উপড়ে ফেলে। পরিস্থিতি দেখতে গিয়ে একটি টহল ট্রেন সেখানে লাইচ্যুত হয়।


হরতাল অবরোধকে কেন্দ্র করে নাশকতার কারণে প্রতিটি যাত্রীবাহী ট্রেন ছাড়ার আগে একটি টহল ট্রেন পাঠিয়ে লাইন পর্যবেক্ষণ করা হচ্ছে।
সিরাজগঞ্জে সেতুর পাটাতন উৎপাটন
হরতালের আগের রাতে সেতুর পাটাতন তুলে ফেলার পাশাপাশি যানবাহনে আগুন, ভাংচুর, লুটপাট ও বোমাবাজি করেছে হরতাল জামায়াত-শিবিরকর্মীরা।
সদর থানার এসআই বদিউজ্জামান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হরতালকারীরা সিরাজগঞ্জ-কড্ডা সড়কের কোনাগাঁতি বেইলি সেতুর দুটি পাটাতন তুলে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে নাশকতাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এদিকে সদর উপজেলার খোকসাবড়িতে হরতালের সকালে পুলিশের গাড়িতে ছোড়া হাতবোমায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।


সদর থানার এসআই ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১১টার দিকে খোকসাবড়িতে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে পুলিশের পিকআপে হাতবোমা ছোড়ে হরতালকারীরা। এতে আহত হন পিকআপে থাকা তিন কনস্টেবল।
দ্রুত অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বোমার স্প্লিন্টারে আহত কনস্টেবল সোহেল, মাহবুব ও জুয়েলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরতাল শুরুর আগে রোববার ভোরে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কে সাতটি ট্রাকে ভাংচুর চালায় তারা।


ঝালকাঠীতে আ. লীগ অফিসে আগুন
জামায়াতের হরতাল শুরুর আগে আগে রাজাপুর উপজেলায় আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার ভোরের দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় আগুন দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত ৩টার পরে দুর্বৃত্তরা আগুন দিয়ে আওয়ামী লীগের কার্যালয়টি পুড়িয়ে দেয়। জামায়াত-বিএনপি নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ”
রাজশাহীতে বোমাবাজি-ভাংচুর
নগরীর বিভিন্ন এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও বোমাবাজি-ভাংচুর চালিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।


সকাল সোয়া ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে নগরীর তালাইমারি, অক্ট্রোয় মোড়, বিনোদপুর, কাঁটাখালী ও খড়খড়ি বাইপাস এলাকায় এসব ঘটনা ঘটে।  
রাজশাহী পুলিশের পূর্ব জোনের কমিশনার প্রলয় চিচিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হরতালকারীরা ওই পাঁচ এলাকায় একযোগে মিছিল বের করে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। পুলিশ তাদের বাধা দিতে গেলে মিছিলকারীরা ঢিল ও হাতবোমা ছুড়তে থাকে।
তিনি বলেন, তালাইমারি মোড়ে পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছোড়া হলেও অল্পের জন্য তা লাগেনি।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে বলে প্রলয় চিচিম জানান।



কাঁটাখালী ও বিনোদপুরেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় মিছিলকারীরা। পরে র‌্যাব-পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের সময় কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মতিহার থানার এসআই মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতাকারীদের ধরতে তারা অভিযান চালাচ্ছেন।
নারায়ণগঞ্জে সংঘর্ষ
কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে হরতালে জেলা শহরের উকিলপাড়ায় জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।


রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াত-শিবিরকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করে ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং যানবাহন ভাংচুরের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে আহত অবস্থায় আটক করা হয়।


ফরিদপুরে মুজাহিদের মামলার সাক্ষীর বাড়িতে বোমা
হরতালের আগের রাতে যুদ্ধাপরাধের দায়ে ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের মামলায় প্রসিকিউশনের এক সাক্ষীর বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে।
শনিবার রাতে ফরিদপুর শহরের রথখোলা এলাকায় সাক্ষী রণজিত নাথ ওরফে বাবুনাথের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের পর তার দোকানে অগ্নিসংযোগ করা হয়।
বাবুনাথ বলেন, রাত সাড়ে ১২টার দিকে প্রথমে তার লাকড়ির দোকানে আগুন লাগানোর চেষ্টা করা হয়। বন্ধ দোকানের বাইরে থেকে দাহ্য কোনো পদার্থ ছুড়ে আগুন দেওয়া হলে লাকড়িতে আগুন ধরে যায়।
ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক (টিএসআই) তপন দেবনাথ বলেন, খবর পেয়ে ওই বাড়ির বারান্দা থেকে পেট্রোল বোমাটি উদ্ধার করে আলামত হিসেবে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


চাঁদপুরে গাড়িতে আগুন, লুটপাট
রোববার ভোররাতে চাঁদপুরের কচুয়ায় তিনটি যানবাহনে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। খাঁজুরিয়ায় বাসে আগুন দেয়ার আগে যাত্রীদের কাছ মালপত্র ও টাকা পয়সা লুটপাট করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
আগুনে চট্টগ্রাম থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস, একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশা পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, ওই এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশাতেও আগুন দেয়া হয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


হরতাল সমর্থকরা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের গাছতলা ও বাগাদী এলাকাতেও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং শহরের কালীবাড়ি ও চাঁদপুর সরকারি কলেজের সামনে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয়।
চট্টগ্রামে পানিসম্পদ মন্ত্রীর বাড়িতে বোমা হামলা
হরতালের শুরুতে হাটহাজারীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন জানান, রোববার ভোরে সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় আনোয়ারুল আজিম বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তদের ছোড়া হাতবোমা বাড়ির সীমানা প্রাচীরে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হয়নি।


বাড়িতে মন্ত্রী এবং তার পরিবারের কেউ ছিলেন না জানিয়ে তিনি বলেন, ওই সময় সেখানে পুলিশ পাহারা ছিল।
এদিকে রোববার রাজধানীতে এক সভায় জামায়াত-শিবিরের অব্যাহত নাশকতার বিরুদ্ধে ও দলীয় নেতাকর্মী হত্যার প্রতিশোধ নিতে নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগরের বিভিন্ন সাংগঠনিক এলাকার নেতাদের যৌথসভায় এ আহ্বান জানানো হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থমথমে
আগের দিনে ব্যাপক সংঘাতে পাঁচজন নিহত হওয়ার পর কোম্পানীগঞ্জ উপজেলা সদর ছিল থমথমে। সংঘর্ষের সময় হামলা ও আগুন দেয়া ১০টি সরকারি প্রতিষ্ঠান, একটি বিদ্যালয় ও বেশকিছু ব্যাবসা প্রতিষ্ঠানগুলোতে কাজকর্ম ছিল বন্ধ।


কোম্পানীগঞ্জ উপজেলা ডাকঘরের পোস্ট মাষ্টার জাকির হোসেন জানান, সংঘর্ষের সময় দেয়া আগুনে ডাকঘরের প্রয়োজনীয় কাগজপত্র, টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বসুরহাটের শাহীন ট্রেডার্স এন্ড কম্পিউটার সেন্টারের মালিক শরফদ্দিন শাহীন জানান, ঘটনার পর থেকে বাজারে লোকজনের উপস্থিতি অনেক কম। ফলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদেরকে।
এদিকে গ্রেপ্তারের ভয়ে রোববার দুপুর পর্যন্ত থানায় পড়ে থাকা লাশের খোঁজ নিতে স্বজনদের কাউকে আসতে দেখা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, রোববার দুপুরে ময়না তদন্তের জন্য তিনটি মরদেহ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শনিবারের সহিংসতার পর পুলিশ বাদী হয়ে দুটি এবং সংশ্লিষ্ট সরকারি ১০টি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।