আমাদের কথা খুঁজে নিন

   

জয়ের পথে রংপুর

প্রথম ইনিংসে মাত্র ৪৮ রানে গুটিয়ে দিয়েছিল ঢাকা মহানগরীকে। আসলে তখনই জয়ের ভিত গড়ে নিয়েছিল রংপুর বিভাগ। আজ শুধু আনুষ্ঠানিকতা সারবে। এজন্য প্রয়োজন ৬৯ রান। হাতে রয়েছে ৭ উইকেট। একইভাবে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ঢাকাও। দলটি রাজশাহী বিভাগের চেয়ে এগিয়ে রয়েছে ৬০৬ রানে। জাতীয় ক্রিকেট লিগের আরেক খেলায় লড়াই করছে চট্টগ্রাম। বরিশালের বিপক্ষে জয়ের জন্য চট্টগ্রামের দরকার ১৮১ রান এবং হাতে রয়েছে ১০ উইকেট। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৪০ রান করে রংপুর। জবাবে ১৩.১ ওভারে ৪৮ রানে থমকে দাঁড়ায় ঢাকা মহানগরীর প্রথম ইনিংস। ১৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আসিফ আহমেদ রাতুলের সেঞ্চুরিতে ৩৭৩ রান সংগ্রহ করে ঘুরে দাঁড়ায় মহানগরী। আসিফ ১৩১ রান করেন ওয়ানডে স্টাইলে ১৩০ বলে ১৬ চার ও ৩ ছক্কায়। ১৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে রংপুর তৃতীয় দিন পার করেছে ৫০ ওভারে ৩ উইকেটে ১১৩ রান তুলে। আজ জয় তুলে নিতে বিভাগটির প্রয়োজন মাত্র ৬৯ রান।

বিকেএসপিতে চার সেঞ্চুরিতে ৫ উইকেটে ৭৫৬ রানের পর্বতসমান স্কোর করে ঢাকা। আগেরদিন ২০৪ রানে অপরাজিত থাকা তাইবুর রহমান কাল মাত্র তিন রান যোগ করেন নামের পাশে। সাজঘরে ফিরেন ২০৭ রান করে। অবশ্য কাল সেঞ্চুরি তুলে নেন নাদিফ চৌধুরী। অপরাজিত থাকেন ১০৯ রানে। জবাবে খেলতে নেমে নাজমুল ইসলাম অপুর বাঁ হাতের ঘূর্ণি ও নুর হোসেন মুন্নার লেগ স্পিনে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় রাজশাহী। ৫৭৮ রানে এগিয়ে থেকেও ঢাকা ফলোঅন করায়নি প্রতিপক্ষকে। বরং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৮ রান তুলেছে। এগিয়ে রয়েছে ৬০৬ রানে। ঘরের মাঠে জিততে হলে চট্টগ্রামকে আজ ১৮১ রান করতে হবে। রয়েছে জয়ের রসদও। আজ ১০ উইকেট হাতে নিয়ে ব্যাট করার সুবিধা নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.