আমাদের কথা খুঁজে নিন

   

আমরাই পারি, চলচিত্রের মোড় ঘুরিয়ে দিতে!

মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা প্রসব করতে সর্ব মোট ১০ মাস (আজ কাল বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় কম সময় লাগছে) সময় লাগে, আর রেদোয়ান রনি সময় নিয়েছেন তিন বছর। একটা চলচিত্র একজন চলচিত্রকারের কাছে সন্তানের সমতুল্যই! মাতৃ গর্ভে যেমন দিনে দিনে ভ্রূণ বেড়ে উঠে, চলচিত্রকারের মস্তিষ্কে তেমন চলচিত্র! আগামীকাল রেদোয়ান রনির প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। সন্তানের নাম আগে থেকেই ঠিক করা “চোরাবালি”। রনির টিভি নাটকগুলো মেকিং এর দিক থেকে নান্দনিক না হলেও, বিনোদনের দিক দিয়ে তা ছিল উল্লেখ করার মত। হাইজফুল, রেডিও চকোলেট......... স্টার সিনেপ্লেক্সে নতুন কোন ভালো সিনেমা আসলেই, সিনেমা পাগল কয়েকজন বন্ধু ফোন দিতেই থাকে, চল সিনেমা দেখবো, অসাধারণ সিনেমা মামা......... গত কিছুদিন ধরে, কেমন জানি অপরাধবোধে ভুগছিলাম, ওদের প্রশ্নের উপরে প্রশ্নে, “ এখনো স্কাইফল দেখস নাই!” তুই মানুষ বেটা ! মনে মনে ভাবি, ইশ! আমাদের কোন মুভি নিয়ে যদি এমন অপরাধবোধে ভুগতে পারতাম! সিনেমা হলে যেয়ে, না দেখার জন্য বুকে কষ্ট অনুভূত হত! আমার বিশ্বাস সেই দিন আর খুব বেশি দূরে নয়, দিন আসবেই এবং আসছেও! আসলে দেশ প্রেম কি? সহজ উত্তরঃ দেশ কে ভালোবাসাই দেশ প্রেম।

দেশের প্রতিটা ভালো কাজের অংশিদার হওয়াই দেশ প্রেম। আমার ব্যক্তিগত অভিমত, একটা ভালো দেশীয় সিনেমা, সিনেমা হলে যেয়ে পকেটের টাকা খরচ করে উপভোগ করাও দেশ প্রেম। আমাদের সময় এসেছে দেশটাকে একটু বেশিই ভালোবাসার। সেটা যেকোন ভাবে হোকনা কেন! একজন মানুষ যখন মরন ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় শায়িত থাকে, তখন আমরা কি করি? আমরা আমাদের সাধ্যমত আর্থিক সাহায্য দিয়ে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করি, এটাই করা উচিৎ। আমাদের চলচিত্র শিল্প ঠিক একইভাবে ক্যাঞ্ছারাক্রান্ত।

তাকে বাঁচিয়ে তুলতে হলে আমাদের এগিয়ে আসতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ভালো কাজগুলো সিনেমা হলে যেয়ে দেখতে হবে, তবেই না রুগ্ন শিল্পটা প্রাণ ফিরে পাবে। অনেক স্বপ্ন নিয়ে এই তরুন পরিচালক বানিয়েছেন “ চোরাবালি”, তার স্বপ্নের রথের যাত্রী হলে আমরা বোধ হয় নিরাশ হব না। চলুন, সিনেমাটা হলে যেয়ে দেখি, তারপর এইটার সমালোচনা করি, ভুলত্রুটি তুলে ধরি। তবেই না অক্সিজেন শুন্যতা থেকে মুক্তি পাবে, শ্বাস কষ্টে ভোগা আমাদের চলচিত্র শিল্প।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।