আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রণার মূল কারণ কি প্রেস ক্লাব!

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনের একটি অফিসে আমি কাজ করি। অসহ্য হয়ে যাচ্ছে এখণ! প্রেসক্লাবের সামনে প্রতি দিনই মাইক লাগিয়ে ভাষণ! মাইকগুলো তাক করা আমাদের কার্যালয়ের দিকে। ফলে সব দাবী দাওয়া সারাদিন আমাদেরকেই শুনতে হচ্ছে।

প্রতি দিনই কোন না কোন সভা এখানে হবেই । তবে নীরব প্রতিবাদ জাতীয় কিছু হলে আমার এত কষ্ট লাগত না। এক সময় মৌন মিছিল নামে এক ধরনের বিষয় ছিল। এখন মনে হচ্ছে- প্রেসক্লাবটাই হয়তো যত নষ্টের মূল! এটা ঢাকায না হয়ে সাভার কিংবা জয়দেবপুরে হলে এই সব ভাষণ আর দাবী-দাওয়ার চিতকার চেচামেচি আমাদেরকে বিরক্ত করত না। অন্য সবাই মাইন্ড করতে পারেন।

কিন্তু যারা প্রেসক্লাবের সামনের ভবনগুলোতে কাজ করেন তারা নিশ্চয়ই আমার কথায় এক মত হবেন। প্রেস ক্লাবটা সরিয়ে নিলে এই মুহূর্তে আমি খুব খুশী হতাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.