আমাদের কথা খুঁজে নিন

   

টকশো আমাদের কি শিক্ষা দেয় ?

সাধারনত যাদের হাতে পায়ে মোট ২০ টি আঙ্গুল আছে তারা টকশোতে যেয়ে খুব একটা সুবিধা করতে পারে না । আমার মনে হয় যাদের দূই একটা আঙ্গুল বেশী আছে তারাই কেবল মাত্র টকশোতে গিয়ে সুবিধা করতে পারে । কারণ আমি দেখি তাদের অতিরিক্ত আঙ্গুল অন্যের দূর্বলতম স্থানে নিজের সুবিধা মক ঢুকিয়ে দেয়া ছাড়া অন্য কোন মহৎ কর্ম সাধিত হচ্ছে না । আমাদের দেশের পরবতর্ি প্রজন্ম শিখতে পারবে কাকে কিভাবে জব্দ করতে হয় । টকশোতে অংশ নিতে বিশেষ কোন যোগ্যতা প্রয়োজন আছে বলে মনে হয় না ।

শুধু মাত্র শুদ্ধ ভাষায় চাপাবাজী করতে পারলেই হলো । মাননীয় প্রধানমন্ত্রী ভাল কথা বলেছিলেন, "টকশোতে আলোচনা না করে সময় ব্যায় না করে সাভার যেয়ে দূই একজনকে জীবিত উদ্ধার করুন" । আজ টেলিভিশনেরই আর একটি টকশোতে একজন বিশিষ্ট টকশো সেলিব্রেটি বক্তাকে দেখি কেঁদে ফেললেন । প্রধানমন্ত্রী কি বললেন । তার ধারনা আজ যা বলার বলে নেই কালকে আসতে পারলে আবার বলতে পারবো ।

 এমন কেন আমাদের দেশে রাজনীতি করতে আসা লোকগুলি ? মনুষত্ববোধ ধুইয়া খেয়ে ফেলেছে । আরে ভাই বেঁচে থাকলে আপনি কালকে নাহয় পরশু আবার আসতে পারবেন । তখন আরও কঠিন ভাষায় সরকারের কর্মকান্ডের সমালোচনা করতে পারবেন । আজকে প্রধানমন্ত্রীর সামান্য একটা উপদেশের মাধ্যমে জীবের প্রতি প্রেম নাজয় মানুষের প্রতি সামান্য দ্বায়ীত্ববোধ দেখাতে বলার কারনে চোঁখের পানিতে টেলিভিশন ষ্টুডিও ভাষিয়ে ফেলতে হবে ? সাভারে নিজের কোন স্বজন আটকে পড়লে টকশোয়ে চাপাবাজী না করতে পারার জন্য চোঁখ দিয়ে পানি আসতো না । তখন সেই আত্বীয়ের জন্যই কাঁদতে হতো ।

কি বিচিত্র এক বাসনা ? সরকারী দলে না থাকলে চাঁপা বাইড়াইতে বাইড়াইতে ভোট জিতে ফেলবো । তাইনা ! যে ব্যাক্তি একটা দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন তার কাছে দেশের এক একটা জনগন নিজের সন্তান কিংবা পরম আত্মীয়ের মতই । যে কিনা সাভার ভবন ধ্বসের উদ্ধারকার্য্য নিজে তদারকী করতেছেন তার কাছে উদ্ধার প্র্রক্রিয়া পরিদর্শনে না যাওয়া এবং নিজের  উপস্থিতির বাহবা সংগ্রহ করে পাল্টা প্রশ্ন করলেই টকশো সেলিব্রেটি হওয়া যায় না ।   ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।