ঢাকা থেকে হেফাজতকর্মীদের তুলে দেয়ার পর সোমবার বিকাল পৌনে ৪টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডসংলগ্ন দারুল উলুম ময়নুল আলম মাদ্রাসার আশপাশের এলাকায় সংঘর্ষ বাঁধে বলে স্থানীয়রা জানায়।
নিহতরা হলেন- মো. জসিম (৩২) ও আবু নোমান (৪০)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুলিবিদ্ধ জসিম ও নোমানকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মো. জসিম হাটহাজারী উপজেলার মিরের খীল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আবু নোমান হাটহাজারী আদর্শ একাডেমির শিক্ষক। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মেছমিয়া পাড়ার আবদুল করিমের ছেলে।
শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশসহ আরো অন্তত ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।