পোষ্ট আপডেট:
বিচারিক হাকিম মাসুদ পারভেজের কাছে এলাকার রাজমিস্ত্রি মোঃ জসিম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানাচ্ছে যে হাটহাজারীতে মসজিদের দেয়াল ভাঙতে এমদাদ উল্লাহ ও লোকমান টাকা দেয় মিস্ত্রি জসিমকে।
সমকাল (শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১২- শেষের পাতা)
==============================
মূল পোষ্ট
খবর পাওয়া যাচ্ছে যে চট্টগ্রামের হাটহাজারীতে শিবির গতকাল থেকে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক আক্রমন শুরু করেছে। সংখ্যালঘুদের একাধিক ধর্মীয় স্থাপনায় ভাংচুর করেছে শিবিরের সন্ত্রাসীরা। বাংলানিউজে দেখলাম একটু আগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঐ এলাকার কেউ ডিটেইল খবর দিতে পারবেন? কিংবা ঐখানে পরিচিত লোকজন আছে এমন কেউ জানাতে পারবেন কি হচ্ছে বা হয়েছে হাটহাজারীতে?
এই বিষয়ে সামুব্লগের পোষ্ট:
লিংক ১ , লিংক ২, লিংক ৩
বাংলানিউজ২৪ - হাটহাজারীতে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা -
চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাটসহ আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পুরো উপজেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শুক্রবার বিকেল ৫টা থেকে ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ তার নির্বাহী ক্ষমতাবলে ১৪৪ ধারা জারি করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।
উত্তেজনা নিরসনে হাটহাজারীতে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডা. আফছারুল আমিন। তিনি হাটহাজারীর বিভিন্ন স্পটে গেলে উত্তেজিত লোকজনের তোপের মুখে পড়েন।
এর আগে শুক্রবার সকালে উত্তেজনা নিরসনের জন্য হাটহাজারীতে এসে ক্ষুদ্ধ জনসাধারণের ধাওয়ার মুখে পড়েন স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
উত্তেজনার প্রেক্ষিতে সকাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।