আমাদের কথা খুঁজে নিন

   

হাটহাজারীতে হেফাজতকর্মীদের সড়ক অবরোধ

রোববার বিকাল পাঁচটা থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড ও কলেজ গেইটসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা।
অবরোধে চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এছাড়া জেলার রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে।
হাটহাজারী থানার ওসি লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটহাজারী বড় মাদ্রাসাসহ আশেপাশের সড়কে বিক্ষুব্ধরা অবরোধ করে।
তবে অবরোধের কারণে শুধুমাত্র খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।
হেফাজতে ইসলামীর আমির আহমদ শফি পরিচালিত দারুল উলুম মঈনুল উলুম মাদ্রাসা হাটহাজারী সদরে অবস্থিত। এখান থেকেই হেফাজতে ইসলামের সব কার্যক্রম পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ নিতে না যাওয়া অনেক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.