আমাদের কথা খুঁজে নিন

   

রাসূল (সঃ)এর অবমাননা ও আমাদের করনীয় -

we need to read and understand the order given to us the QUR'AN and spread the TRUE message of ISLAM , The love for your fellow human, the respect for WOMEN, making world a Better Place ইসলামের শত্রুরা মহানবী (সাঃ) এর জীবদ্দশায়ই ব্যঙ্গ-বিদ্রুপের দ্বারা তাঁকে এবং তাঁর অনুসারীদেরকে কষ্ট দিতে কোন ত্রুটি করেনি। এখনো সে প্রচেষ্টা অব্যাহত আছে। মহানবী (সাঃ) তাঁর ধৈর্য, মহত্ত্ব ও উদারতার দ্বারা শত্রুর এসব নিন্দা ও ঠাট্টা-বিদ্রুপ উপেক্ষা করে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমাদের উচিত মহানবী (সাঃ)এর আদর্শকে সমুন্নত রেখে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ ধরণের উস্কানির প্রতিবাদ করা। আমাদের সবার পক্ষ হতে সমুচিত জবাব হবে রাসুল (সঃ) সর্ম্পকে জানা ও ওনার সর্ম্পকে পরিস্কার ধারনা রাখা, আর ওনার দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করা।

আর মোহাম্মদ (সঃ) এর অবমাননার জন্য কি করা যায় তা নিচের প্রতিবাদ সমুহে দেখুন: কোরআন অনুযায়ী অবাঞ্চিত বাজে কথাবার্তা শুনলে বা দেখলে তা থেকে মুখ ফিরিয়ে নিনি কারন দেখুন :সুরা আল কাসাস সুরা নং২৮ আয়াত নং ৫৩ থেকে ৫৬ তে বলা হয়েছে " ৫৩:যখন তাদের কাছে এটা পাঠ করা হয়, তখন তারা বলে, আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এটা আমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য। আমরা এর পূর্বেও আজ্ঞাবহ ছিলাম। ৫৪: তারা দুইবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে। তারা মন্দের জওয়াবে ভাল করে এবং আমি তাদেরকে যা দিয়েছি, তা থেকে ব্যয় করে।

৫৫: তারা যখন অবাঞ্চিত বাজে কথাবার্তা শ্রবণ করে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্যে আমাদের কাজ এবং তোমাদের জন্যে তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম। আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না। ৫৬:আপনি যাকে পছন্দ করেন, তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ তা’আলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে, সে সম্পর্কে তিনিই ভাল জানেন।

আরো দেখুন আল্লাহ বলেনঃ "আপনার পূর্বে কত রাসূলের সাথে ঠাট্টা করা হয়েছে। অতঃপর আমি কাফেরদেরকে কিছু অবকাশ দিয়েছি। , এর পর তাদেরকে পাকড়াও করেছি। অতএব কেমন ছিল আমার শাস্তি। " (সুরা আর-রাদঃ ৩২) এবার দেখি কিছু ইসলামী স্কলারদের মতামত: ১।

নোমান আলী খান: ২। শেখ আব্দুর নাসের জাগদা বলেনAbdul Nasir Jangda SAID: মোহাম্মদ (সঃ) কে নিয়ে করা ভিডিও সম্পর্কে ক। বিক্ষুব্ধ হওয়া এটা শুধু ঠিকই নয় বরং এটি আমাদের ঈমান ও মোহাম্মদ (সঃ) কে ভালবাসার বহিপ্রকাশও তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে খ। আমরা আমাদের মহানবী (সঃ) কে সম্মান দেখাতে পারবোনা ওনার দেয়া শিক্ষাকে অপমান করে বা না মেনে আমাদের চিন্তা করতে হবে মোহাম্মদ (সঃ) এমন অবস্থায় কি করতেন, তিনি কি করেছিলেন যখন মক্কার লোকেরা ওনাকে জাদুকর বলেছিল, ওনাকে পাথর মেরেছিল ও অরো অনেক অপমান করেছিল? গ। পৃথিবীতে সবসময়ে জ্ঞানহীন/অবিবেকী/মূর্খ লোক ছিল ও থাকবে তাই কোরআন আমাদের শিক্ষা দেয় তাদের হতে উপরে উঠতে / নিজের বিবেক কে কাজে লাগাতে চিন্তা করতে সর্বপরি তাদের বোঝাতে চেস্টা করতে।

ঘ। এই বিশ্বকে জানাতে হবে মোহাম্মদ (সঃ) কে ছিলেন , কেন তাকে আল আমিন বলাহয় কেন তিনি আমাদের এত প্রিয়, কেন তিনি মানবতার জন্য উদাহরন স্বরুপ আর এটা তখনই সম্ভব যখন আমরা ওনাকে নিজেরা জানবো ওনার আর্দশে জীবন গড়বো আর তা করতে হলে আগে আমাদের শিখতে হবে কোরআন থেকে ওনার জীবনী থেকে [তাই কোরআন ও রাসুলের জীবনীর কিছু বই ও ভিডিওর লিংক দিলাম] শেখ আব্দুর নাসের জাগদার খুদবা রাসুল (সঃ) এর সম্মান এবং উনি কি ভাবে এমন পরিস্থতির মোকাবেলা করেন ডাউনলোড লিংক Click This Link ৩। ডিসকভার ইসলাম: আলহামদুলিল্লাহ "ডিসকভার ইসলাম নামের একটি সংগঠন ১ লক্ষ ১০ হাজার কপি কোরআনের অনুবাদ ও মোহাম্মদ (সঃ) এর জীবনী অমুসলিম দের মাঝে বিতরন করেছে ইংল্যন্ডে" এবার আপনি ভাবুন আপনি আমি যারা রাস্তা নেমে মিছিল করি বা কারো গাড়ি ভাংচুর করি তবে তাতে কি হয় এতে কি সেই লোকের যে ভিডিও বানালো বা কাটুন আকলো কোন ক্ষতি হবে না কি নিজেদের দেশের মানুষের সম্পদের ক্ষতি হবে, আর আমরা যদি মিছিল না করে মোহাম্মদ (সঃ) জীবনি ও কোরআন সবার জন্য জানার ও বোঝার ব্যবস্থা করি মোহাম্মদ (সঃ) এর জীবনী সাহাবা দের জীবনী নিয়ে ডকুমেন্টারি, ছবি ,বই প্রকাশ কে জবাব দেই সেটাই কি বেশি কাজে আসবে না? ৪। প্রজন্ম৮৬ ওনার মুসলিম ভাইয়েরা সাবধান, জিহাদি পোস্ট বন্ধ করেন!!! পোস্টেই বলেছেন কি করনীয় Click This Link ৫। স্পোকেন ওয়ার্ড রিস্পন্স টু ইনোসেন্স অফ মুসলিম: #MUHAMMAD | INNOCENCE OF MUSLIMS SPOKEN WORD | RESPONSE | HD ৬।

Sh. Khalid Yasin Responding to the Insults of Muhammad ﷺ তাই আপনাদের জন্য কিছু লিংক যা আমাদের প্রিয় নবী মোহাম্মদ (সঃ) সর্ম্পকে জানতে ও বুঝতে সাহায্য করবে Documentary on Prophet Muhammad মোহাম্মদ (সঃ) কে নিয়ে কিছু ডকুমেন্টারি Who was Muhammad? The Message (1977) https://www.youtube.com/watch?v=iiHQ3XuGSyg [HD] [Full Movie] Muhammad - The Last Prophet (Animated Cartoon) http://www.youtube.com/watch?v=JXStkLWtOP0 BBC DOCUMENTARY on The life of The last Prophet Muhammad (pbuh) অথবা Muhammad Legacy of Prophet "Documentry" Islam: Empire of Faith. Part 1: Prophet Muhammad and rise of Islam (full; PBS Documentary) The Life of Prophet Mohammed (peace be upon him) The History Channel - Muhammad The Prophet Who was Muhammad? By Non Muslims মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ লিখেছেন এস. এম. রায়হান , ২৩ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২৮ Click This Link বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! লিখেছেন পাললিক মন , ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৯ Click This Link ডিসিশন... কোনটি নিবেন?? লিখেছেন মেলবোর্ন ২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:২৯ Click This Link BBC - The Life of Muhammad লিখেছেন নাফাজি , ২০ শে জুন, ২০১২ রাত ১১:৪৫ Click This Link সম্পদের লালসা ও বিবাহ Vs মুহম্মদ (সা).. সামুরাইয়ের যুক্তিখন্ডন লিখেছেন কর্ণেল সামুরাই , ১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:১৯ Click This Link রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি। লিখেছেন গুপী গায়েন ১৩ ই জুন, ২০১১ বিকাল ৪:৩০ Click This Link তফসিরবিদ/লেকচারার/ইসলামী চিন্তাবীদ যাদের মাধ্যমে ইসলামকে সুন্দর ভাবে বুঝতে চেস্টা করছি: 1. Brother Nouman Ali Khan from bayyinah institute good For ( নোমান আলী খান- বাইয়্যনাহ ইন্সটিটিউট ওনার মিরেকেল ড্রিম আফসির যা কোরআনের সুরা সমুহের ভাষাগত গুলাবলি ও ৬০০ শতাব্দির আরবির মাধ্যমে বর্ননা করেছেন যা আমার ১নং ফেভোরিট) ওনার লিংক সমুহ A. Miracle Dream Tafsir of Quran Audio on Click This Link B. Quran Tafsir –Video and Learning Advise http://www.nakcollection.com/ C. Miracle Dream Quran Tafsir- Written Notes- http://www.linguisticmiracle.com/tafsir 2. Shaykh Abdul-Nasir Jangda from bayyinah and qalam institute good For (শেখ আব্দুর নাসের জাগদা -কালাম ইনস্টিটিউটের নিবাহি ওনার কোরআনের আফসির + রাসুল (সঃ) এর জীবনী সীরাত এবং নামাজ ও খতিব ওয়ার্কশপের জন্য অসাধারন পাবেন এখানে http://www.qalaminstitute.org ) ওনার লিংক সমুহ A. Miracle Dream Tafsir of Quran Audio on Click This Link B. Seerah – Life of the Prophet Audio- Click This Link C. Lecture on Prayer - Click This Link D. http://www.linguisticmiracle.com/tafsir 3. Dr Sabbir Ahmed For (ডঃ সাব্বির আহমেদ ওনার ভিন্ন চিন্তা ধারার জণ্য ও ইসলামের বিভিন্ন বিষয়ে আমরা যে ভুল ধারনা রাখি সেটার সুন্দর বিশ্লেষনের জন্য ভাল লাগে) ওনার লিংক সমুহ A. QXPiv (THE QUR’AN AS IT EXPLAINS ITSELF (Fourth Edition) By Shabbir Ahmed, M.D. http://ourbeacon.com/?page_id=11605 B. ISLAM: THE TRUE HISTORY AND FALSE BELIEFS C. WHEN IS THE MESSIAH COMING? (English and Urdu) D. THE CRIMINALS OF ISLAM (English and Urdu) and many more books. http://ourbeacon.com/?page_id=11605 4. Shaykh Hamza Yusuf (শেখ হামজা ইউসুফ : ওনার আলোচনা ও সমালোচনা দুটোই রয়েছে তবে যারা ইসলামকে পরিচ্ছন্ন দৃস্টকোন থেকে দেখতে চান তার লেকচার গুলো দেখতে পারেন. লিংক http://sheikhhamza.com/ 5. Sheikh Tawfique Chowdhury- [CEO Mercy Mission] (শেখ তৈফিক চৌধুরি বাংগালি - সিইও মারসি মিশন ওনার লেকচার গুলোও চোখ খুলে দেয়ার মত) Click This Link Click This Link 6. Sheikh Ahmed Deedat (শেখ আহমেদ দিদাত - কেহ যদি খ্রিস্টান দের জবাব দিতে চান ওনার লেকচার দেখতে পারেন) Click This Link 7. Abdur Raheem Green - http://www.IslamsGreen.org 8. Yusuf estates- http://yusufestes.com/ 9. Baba Ali- (বাবা আলি Baba Ali (Persian: بابا علی‎; born Ali Ardekani in 1975) উনি ইউটিউবে মুসলমানরা যেসকল ভুল ত্রুটি করে বুঝে না বুঝে সেগুলোকে ফানি ভাবে উপস্থাপন করেন ইউটিউবে ওনার নাম দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন ) http://www.ummahfilms.com/ 10. Eddie Redzovic- (এডি রেজোভিক যে ছিল আধুনিক মেয়েদের চোখের আকাক্ষা সে ইসলাম গ্রহনের পর পরিবর্তন হয়েছে এবং তার দি দিন শো তে বিভিন্ন ইসলামী চিন্তবিদ দের এনে বিভিন্ন প্রশ্ন করে থাকন )The Deen Show- http://www.thedeenshow.com কিছু বই যা কোরআন কে বুঝতে সাহাজ্য করবে বলে মনে করি : Understanding the Islamic Scripture: Selected Passages from the Qur'an, Translated and with Commentary -Mustansir Mir (Author) THE QUR’AN AS IT EXPLAINS ITSELF-qxp_arabic1.8 - Shabbir Ahmed, M.D http://ourbeacon.com/?page_id=11605 The Qur'an (Oxford World's Classics) M. A. S. Abdel Haleem (Translator) Click This Link Verbal Idioms of The Qur’an by Mustansir Mir An attempt to mention and briefly explain verbal idioms of The Qur’an. A useful book, perhaps only book in English on this subject. Download : Verbal Idioms of The Qur’an (10.49 MB, 404 pages) Click This Link Coherence in The Qur’an – A study of Islahi’s concept of Nazm in Tadabbur e Qur’an by Mustansir Mir. Discusses Surah as unity, Surah pairs, Surah groups and other interesting areas. Download : Coherence in The Qur’an (8.97 MB, 68 double pages) Click This Link Dictionary of Qur’anic Terms and Concepts by Mustansir MirA selective dictionary on various Qur’anic terms and concepts with conceptual explanation. Download : Dictionary of Qur’anic Terms and Concepts (12.6 MB, 127 double pages) Click This Link A Thematic Commentary on the Quran - Muohammad Ghazaalai QUR’AN - the LINGUISTIC MIRACLE BOOK- http://www.linguisticmiracle.com Click This Link The Qur’an A Monotheist Translation- http://www.free-minds.org QURAN-A Reformist Translation-Translated and Annotated by Edip Yuksel Layth Saleh al-Shaiban I Martha Schulte-Nafeh- Click This Link The Natural Republic- http://www.free-minds.org Muhammad: His Life Based on the Earliest Sources – Martin Lings Click This Link In Pursuit of Virtue (Basic teachings) - Ibn Hazm Al-Andalusi আরো কোরআন সম্পর্কিত অনেক বই পাবেন এখানে http://linguisticmiracle.wordpress.com/ ইসলাম সম্পকিত আরো সকল বিযয়ে বইয়ের ভান্ডার/ লাইব্রেরি ফ্রিতে ডাউনলোড করুন এখান থেকে Click This Link অনেকে ভাবছেন এত বই আসলে কি জানেন আমরা ম্যট্রিক/ এস এস সি পাস করতে ১০টা বই পড়ি , অনার্স/ ডিগ্রি করতে ১০-৫০টা বই পড়ে নোট করি এসাইনমেন্ট করি আর জীবন কে সুন্দর মত গড়তে মহান প্রভুর আদেশ নিষেধ উপদেশ জানতে একটি বই আল কোরআন পুরোটা কি পরতে পারি না ?, আরো ভালভাবে কোরআন বোঝার জন্য আর না হয় ৫টা তফসির বই পরলাম , যেখানে দুদিনে বসে সেবা প্রকাশনি/ মাসুদ রানা কিংবা হুমায়ন আহমেদের হিমু বা রবিন্দ্রনাথের সাহিত্য পড়তে পারি সেখানে মহান আল্লাহর একটি মাত্র বই কি এতই কঠিন হবে পড়ার জন্য??? উপরে উল্লেখিত লেকচার, বই, ভিডিও ইত্যাদি সঠিক ভাবে ইসলাম ও মোহাম্মদ (সঃ) কে জানতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস আর তাদের অনুবাদ লেকচার আমার ভাল লেগেছে তাই দেয়া এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, এছারাও অনেক ইসলামী চিন্তাবীদ আছেন যাদের আপনাদের ভাল লাগতে পারে তাদের প্রতিও পুর্ন সম্মান প্রর্দশন করছি সবচেয়ে বড় কথা হলো আপনি নিজে পড়ুন ও জানার চেস্টা করুন কারন আমি নিজে দেখছি আমাদের না জানার ও ভুল বোঝার করেনে অনেকে ইসলামকে খারাপ বলছে, শুধু মাত্র না জেনেই না বুঝেই যেমন ঐ ইহুদিটা ছবি বানালো বা ডেনমার্কে র্কাটুন আকলো ,তাই যখনই কোরআনের আয়াত পরবেন চেস্টা করবেন তিন চারটা অনুবাদ দেখে সঠিক আরবিটা কি জেনে এবং সেই আয়াতর আশে পাশের আয়াত ও সুরার মুল বক্তব্য সহ পরলে আপনি ইনশাআল্লাহ সঠিক ভাবে বুঝতে পারবেন এক্ষেত্রে আমি এই ওয়েবের তফসির সবচেয়ে ভাল মানের বলে মনে করি নিজেই যাচাই করে দেখুন এখানে http://www.linguisticmiracle.com/tafsir ।

বোনাস: Zain Bhikha's Mountains of Makkah with lyrics Native Deen - Not Afraid to stand Alone Amazing Nasheed, by Brother, Dawud Wharnsby Sami Yusuf - Asma Allah Maher Zain - The Chosen One কিওয়ার্ড: রাসুলের প্রতি ভালোবাসা, মোহাম্মদ (সঃ), মুহাম্মদ, শেষ নবী, মহানবী, মোহাম্মদ (সঃ), মুহাম্মদ, শেষ নবী, মহানবী, হজরত মোহাম্মদ (সঃ), নবী হজরত, আল্লাহর রাসুল, শেষ নবী, প্রিয় নবী, মহামানব, আল্লাহর রাসুল,  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.