আমাদের কথা খুঁজে নিন

   

রাসূল (সা.) এর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে

হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একাধারে আল্লাহর রাসূল, দুনিয়ার সর্বকালের শ্রেষ্ঠ শাসক, সর্বকালের সেরা মানব। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৪শ বছর আগে মক্কার অভিজাত কোরাইশ বংশের বনু হাশিম গোত্রে। মক্কার সামাজিক নেতৃত্ব ছিল এই গোত্রের হাতে। পবিত্র কাবাগৃহের খেদমতগার হিসেবে তাদের বিশিষ্ট মর্যাদা ছিল মক্কার বাইরেও। তিনি বিয়ে করেছিলেন মক্কার ধনাঢ্য মহিলা ব্যবসায়ী বিবি খাদিজাকে (রা.)।

এ বিয়ে তাকে ধনবান করে তোলে। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। সেই হিসেবে বিলাসী জীবনযাপনের সুযোগ ছিল তার জন্য অবারিত। কিন্তু আল্লাহর নবী অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে বিলাসিতার কোনো ছাপ ছিল না।

পারিবারিক, সামাজিক ও ধর্মীয় কাজে দৈহিক শ্রমদানেও তিনি বার বার এগিয়ে এসেছেন। মসজিদে নববি প্রতিষ্ঠার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করেছেন। সাহাবিদের পাশাপাশি নিজেও স্বেচ্ছাশ্রম দিয়েছেন আল্লাহর ঘর তৈরির জন্য। খন্দকের যুদ্ধে পরিখা তৈরির জন্য তিনি পরিশ্রম করেছেন অন্য মুজাহিদের মতোই। সর্বকালের এই শ্রেষ্ঠ মানব নিজের জামা-কাপড় নিজে কাচতেন।

এমনকি নিজের জুতা নিজে সেলাই করতেন। পরিবারের কাজে অন্যদের তিনি সাহায্য করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিকার জন্য ব্যবসা করেছেন। ব্যবসা ক্ষেত্রে তিনি ছিলেন সততার মূর্ত প্রতীক। তিনি যে আয় করতেন তা দিয়ে পরিবারের সদস্যদের লালনপালনে ব্যয় করতেন।

গরিব দুঃখীদের প্রতিও বাড়িয়ে দিতেন হাত। রাষ্ট্রীয় এবং ধর্মীয় দায়িত্বে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তিনি প্রতিবেশীদের খোঁজখবর রাখতেন। তাদের সুখ-দুঃখে একাত্দ হতেন। তারা অভুক্ত থাকলে আহারের ব্যবস্থা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন- ওই ব্যক্তি মুমিন নয়, যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী তার পাশে অনাহারে থাকে।

(বায়হাকি) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার জীবনাচরণকে অনুসরণ আমাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।

লেখক : ইসলামী গবেষক।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.