আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। একদা এক রাজা ঘোষণা করল, “ওহে আমার জাতি; তোমাদের মাঝে নিঃশেষে প্রাণ যে করবে দান, তার জন্য রয়েছে আমার অমূল্য রত্ন ভাণ্ডার।“ দিকে দিকে কলরব উঠল - একে একে সবাই করল জীবন দান, রক্তে রঞ্জিত হল মাটি, রাজ্য হতে লাগল প্রজা শূন্য; রাজার বাড়ল ত্রাণ । রাজা হেঁসে উঠল বলল, “এবার তবে তোমরা আমায় প্রণাম কর” কিন্তু একি হায় ! কে করবে প্রণাম; রাজ্য যে আজ প্রজা শূন্য । রাজার হাঁসি হল ম্লান, আঁধারে লুকাল আলো, সে আঁধারে রাজাও লুকাল; কে খুঁজবে তাকে আর ! কেউ খোঁজে যাবার রইলনা তার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।