আজ ভার্সিটি শেষে আসতেছি , রিকশায় চইরা | পিঠে ব্যাগ, সাথে টি-স্কেল হোল্ডার | রাস্তায় পুশিশ চেকপোস্ট | আমারে আটকাইল | সবগুলা দেখি টি-স্কেল হোল্ডারের দিকে চাইয়া আছে | একজন হোল্ডারের দিকে আঙ্গুল দিয়া কয়, "এর মধ্যে কী?" আমি মোলায়েম স্বরে কৈলাম, "কিচ্ছু নাই আঙ্কেল... খালি দুটা আর্টপেপার আছে" "খোলেন" খুলে দেখালাম | কিছু নাই দেইখা মনে হয় আশাভঙ্গ হৈল | আরেকজন কয়, "ব্যাগে কী?" "আমি স্টুডেন্ট বই ছাড়া আর কী থাকবে...?" ( clear cut answer ) "বের করেন..." "আমারে কী সন্দেহ করছেন?" এবার আরেকজন চিল্লায়া কয়, "যা বলছি তাই করেন..." বাপরে... গলার যা জোড়... কৈলাম, "ঠিকাছে আপনারা কেউ ব্যাগ ধরবেন না" (এরা ধরলেই তো গাঁজা , হিরোইন , ফেন্সিডিল বের হয়... :@ ) চেইন খুল্লাম | ভিতরে একটা বই, একটা খাতা , বাদ বাঁকি সব আঁকার সারঞ্জাম | "বই খাতা বের করেন " বই বের করে হাতে দিলাম (নে বাবা পইড়া মানুষ হ... ) হাতে নিল | কোয়ান্টাম মেকানিক্স | এবার প্রথম জন বলে, "আইডি কার্ড দেখান" দেখালাম "ইঞ্জিনিয়ারিং পড়েন...?" "হুম" এবার উনি মোলায়েম স্বরে কয়, " দুঃখিত | কারওয়ান বাজারে জামাতের লোকজন পুলিশদের গুলি করে বিভিন্ন দিকে পালাচ্ছে, তাই চেকিং চলছে..." আমি একটা শুকনা হাসি দিয়া চইলা আসলাম | আর মনে মনে কৈলাম.... "শালা উজবুকের দল... খালি খালি টাইম নষ্ট....."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।