চোখে স্বপ্ন আছে
স্বপ্ন জুড়ে কাব্য আছে
ব্যাথার নীল আছে
ভেঙ্গে পড়া শরীরের অস্ফুট আর্তনাদ আছে
চোখে স্বপ্ন আছে
দূঃখ আছে, ক্ষোভ আছে
মলাট বাঁধা ভালোবাসা আছে
মরচে ধরা ক্ষত আছে
চোখে স্বপ্ন আছে
হিংসা আছে, ঘৃণা আছে
ভেতর বাইর সবই আছে
নীল আছে, রোদ আছে
মিলনের বাসনা আছে
চোখে স্বপ্ন আছে
মাথার উপর ছাদ আছে
বদ্ধ আকাশ আছে
ঘুমিয়ে পড়া জোনাকি আছে
বৃষ্টি আছে, শশ্মানের ধোঁয়া আছে
চোখে স্বপ্ন আছে
তুমি বোকা ছিলে, আমি বোকা ছিলেম…
তাই বুঝি হৃদয় ছিল
একদা স্বপ্ন ছিল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।