আমাদের কথা খুঁজে নিন

   

একদা বৃষ্টি এসে

আহসান জামান

একদা বৃষ্টি এসে তোমাকে ডাকবে মাঝরাতের নিঃশব্দে; থৈ থৈ জলের উঠান, দু'চোখ উপচে মনোযান; হারাতে হারাতে খুঁজে পাবে কদমের বুনোগন্ধ। তুমি বৃষ্টি দেখবে ভেবে জানালায় উৎফুল্লচোখে পড়ে নিবে অতীতের কেউ, সুরছেঁড়া বেহালাবেদন; ক্ষণে কেঁদে ভাসাবে আহতবুক। সেইসব দায়ভাগ মুছে নিতে নিতে নিশ্চুপ রাতের ভাঁজে তুলে নিও জলের শব্দ; আমার সারাজীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।