আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com আমার কন্যার বয়স গত আগষ্টের ১৫ তারিখে পাঁচ বছর পূর্ণ হলো। জীবনের শুরুতেই সরাসরি সে কলেজে ভর্তি হয়েছে, ইংরেজী ভার্সনে কেজির ছাত্রী। সে তার ক্লাসের সবচেয়ে ক্ষুদে ছাত্রী। ক্লাস টেষ্টগুলোতে মোটামুটি গড়ে ৮০% এর উপর নম্বর পাচ্ছে। সে ক্লাসে গিয়ে আর দু'একটি স্টুডেন্টের মত কান্নাকাটি করে না, দুষ্টামিও করে না।
কলেজের নিয়ম অনুযায়ী কোন ইয়ার ফাইনাল পরীক্ষা নেই, তাই আশা করি ভালভাবেই জানুয়ারীতে ওয়ানে উঠে যাবে। আমি বলি - মা তুমি বড় হয়ে ডাক্তার হবে, সে বলে- না আমি বড় হয়ে বড় ভাইয়ার (তার কাজিন) মত ফাইটার প্লেন চালাবো। তাকে ভাত খাওয়ানোর একটি কৌশল হলো - পেটভরে ভাত না খেলে তুমি প্লেন চালাতে পারবে না, ব্যস তাতেই কাজ হয়ে যায়। বাসায় সে অসম্ভব দুষ্টু। সারাদিন ডোরেমন দেখা, কম্পিউটার বা পিএসপিতে গেম খেলা নিয়েই ব্যস্ত।
পড়ার জন্য সময় বের করতে তার ভীষন কষ্ট হয়। এখন তার মা তাকে পড়াচ্ছে, পড় - My father is a businessman, সে বলছে - না My father is a superman.
সে কবিতা পড়ে-
তোমরা আমায় লিখতে বল
কিন্তু আমি কখন লিখি
লিখতে বসে ইচ্ছে জাগে
টিভি খুলে ডোরেমন দেখি।
(আসল কবিতায় লেখা - টিভি খুলে নাটক দেখি)
এরপর সে নিজে নিজেই জোরে জোরে হাসে!!!!!
ডোরেমন দেখে দেখে সে এখন হিন্দিতে পন্ডিত। সাজুগুজু করা, ছবি আঁকা আর নাচ শেখার উপর তার ভীষন দুর্বলতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।