(গতকাল দুপুরে আমার পাঁচ বছরের একমাত্র কন্যা আমাকে একটি গোলাপ দিয়ে বললো...বাবা আমার তরফ থেকে তোমার জন্য উপহার...আমার বুকটা ভরে গেলো। সেও আমার কাছ থেকে উপহার চাইলো....তার উদ্দেশ্যে এই কবিতা.....)
তার সাথে আমার অনেক কথা হয়...
সেও ভালোবাসা বোঝে
বোঝে মান-অভিমান..
আমারই হাত ধরে তারা হাটা শুরু
হাটিহাটি....হামাগুড়ি
আধো বোল আধো গান।
তার সাথে আমার অনেক পথ চলা..
সেও পথ চেনে, জানে
ঠিকানা;আমার-তার
সম্পর্কের চারা-বীজ তার বুকে বোনা
টানাপোড়ন বোঝে সে
ছোট্ট কন্যা সে আমার।
দুজনায় আকাশ পাতাল ব্যবধান
তার কণ্ঠে বেঁধে দিতে চাই বাংলা গান।
কন্যা আমার গাইবে
অমর একুশ ষোল ডিসেম্বর
আজীবন বুকে সুর
বাধবেই; সে আমার জাতীস্বর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।