বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, “সুপার কাপ দিয়ে আগামী মৌসুম শুরু হবে। বিভিন্ন কারণে এই মৌসুমে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। ”
আগামী নভেম্বরে সুপার কাপ দিয়ে শুরু হবে ফুটবল মৌসুম। সাধারণত ফেডারেশন কাপ দিয়ে শুরু হলেও আগামী মৌসুমে ভিন্নতা আনতে চাইছে বাফুফে। সেক্ষেত্রে ফেডারেশন কাপের ভাগ্যে কী ঘটবে তা পরিষ্কার করে কিছু বলেনি তারা।
দু-এক দিনের মধ্যে পেশাদার লিগ কমিটি বৈঠকে বসবে। ঐ বৈঠকেই আগামী মৌসুমে কখন কোন্ টুর্নামেন্ট আয়োজন করা হবে সেই সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, এবার সুপার কাপ না হওয়ার অন্যতম কারণ জাতীয় দলের ইংল্যান্ড সফর। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে এ মাসের শেষ দিকে জাতীয় দলের ইংল্যান্ডে যাওয়ার কথা। ম্যাচ দুটি হতে পারে ১ ও ৭ জুন।
গত মৌসুমেও বিভিন্ন কারণ দেখিয়ে সুপার কাপ আয়োজন করেনি বাফুফে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।