আমাদের কথা খুঁজে নিন

   

এবারো সদস্য পদ রক্ষায় বিএনপি সংসদে যাবে

জয় বাংলা ..... শেখর দাশগুপ্ত : আসন্ন বাজেট অধিবেশনে বিএনপি যোগ দেবে। জনগনের দাবি বা বাজেট নিয়ে কথাবার্তা বলতে তারা সংসদে যাচ্ছেনা। তারা তাদের সংসদ সদস্য পদ টিকিয়ে রাখতে এবারও সংসদের বাজেট অধিবেশনে যোগ দেবে। কারণ ধারাবাহিকভাবে আর মাত্র ৩ দিন সংসদে অনুপস্থিত থাকলে বিএনপি-জামায়াত জোটের এমপিরা তাতের সদস্য পদ হারাবেন । সদস্য পদ না থাকলে বেতন-ভাতা ইত্যাদি কোন সুযোগ সুবিধাই তারা পাবেন না।

শুধুমাত্র সংসদ সদস্য পদ রক্ষায় এর আগেও বিএনপি জামায়াত সংসদে যোগ দিয়েছে। এবারেও তারা সেই একই কাজ করতে যাছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ৩০ এপ্রিল সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়। তার আগ পর্যন্ত সংসদে বিরোধী দলের অনুপস্থিতি ছিল ৮৩ কার্যদিবস। টানা ৭৭ দিন অনুপস্থিতির পর বিরোধী দল সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল।

২০ মার্চ পর্যন্ত তারা সংসদে থাকে। সংবিধান অনুযায়ী টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সাংসদের সদস্য পদ বাতিল হয়ে যাবে। সদস্য পদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদদের এ অধিবেশনে যোগ দিতে হবে। বিএনপি এমপিরা বার বার বলছেন, সংসদে তারা সংখ্যায় কম হওয়ায় সরকারি দল আওয়ামী লীগ তাদের কথা শুনছেনা। একথা ঠিক, সংখ্যায় তারা কম।

যারা সংসদে বিরোধী দল হয় তারা সংসদে সংখ্যায় কমই হবেন। যখন বিএনপি সরকারে ছিল, তখনও যারা সংসদে বিরোধী দল ছিল তারা সংখ্যায় কমই ছিল। সংখ্যায় কম বলেই বিরোধী দল,সংখ্যায় বেশী হলে তো ক্ষমতায়ই থাকতেন। আর সংখ্যার এই বেশি বা কম সৃষ্টি করেছেন জনগন। জনগন চেয়েছে বিএনপি বিরোধী দল হিসেবে সংসদে থাকুক।

কিন্তু বিএনপির তা পছন্দ নয়। তাই তারা সংসদে বিরোধী দলের ভ’মিকা পালন করতে স্বাচ্ছন্দবোধ করে না। তারা শুধু সদস্য পদ টিকিয়ে রাখতে মাঝে মধ্যে সংসদ অধিবেশনে যোগ দেন। তবে এ প্রসঙ্গে এদেশে বেশি সময়কাল ক্ষমতায় থাকা রাজনৈতিক ও বিএনপির নেতা মওদুদ আহমেদ বলেছেন, “চার বছর ধরে আপনারা এককভাবে সংসদ চালিয়েছেন, বাজেট ও সমস্ত আইন এককভাবে পাস করেছেন। এই সংসদের কার্যকারিতা বলতে কিছুই ছিল না।

সুতরাং আজকে আমরা আপনাদের আহ্বানে সংসদে যাব না, আমরা আমাদের নিজেদের প্রয়োজনেই, দেশের মানুষের তাগিদেই সংসদে যাব। ” সরকারের উদ্দেশে তিনি আরো বলেন, “আগামী সংসদে আমরা অবশ্যই যাব। কিন্তু আমরা কত দিন থাকব এটা নির্ভর করবে আপনাদের আচার-আচরণ ও ব্যবহারের ওপর। আপনারা যদি কথা বলতে দেন, যদি সুযোগ দেন, যদি সম্মানের সঙ্গে কথা বলেন, ব্যক্তিগত আক্রমণ না করেন, আমাদের নেতা-নেত্রীদের নামে বিষোদ্গার না করেন, তাহলে অবশ্যই এই সংসদে আমরা কত দিন থাকব, তা বিবেচনা করব। ” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.