বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আমার দেশের আলোচনা আরেক দেশের রাষ্ট্রদূতের বাসায় হবে কেন?
সরকার ও বিরোধী দলের মধ্যে বহু প্রতীক্ষিত
রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানে উভয়পক্ষ সম্মত হওয়ার পর কোথায় তারা বৈঠক করবেন এ বিষয়ে নতুন জটিলতা দেখা দিলে মার্কিন রাষট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস 30 এপ্রিল আওয়ামী লীগ সাধারণ সমপাদকের সঙ্গে বৈঠককালে তার বাসভবনে সংলাপ আয়োজনের আগ্রহ দেখান। একই সময়ে তিনি বিএনপির মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলে অনুরূপ প্রস্তাব দেন। বিএনপি মার্কিন রাষট্রদূতের আমনত্রণ গ্রহণ করার জন্য সবুজ সংকেত দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।