আমাদের কথা খুঁজে নিন

   

রাজউক কলেজ এবারো শীর্ষে

একইসঙ্গে গত বছরের ধারাবাহিকতায় এবারও সারা দেশে সেরা ১০ প্রতিষ্ঠানের প্রথম চারটি ঢাকা বোর্ডের।
পরীক্ষার্থী, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে আন্তঃশিক্ষা বোর্ডের মানদণ্ডে  দেশসেরা ফল করা ঢাকা বোর্ডের রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মোট পয়েন্ট ৯৭ দশমিক ২৯ ।
এ প্রতিষ্ঠানের ১ হাজার ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে একজন বাদে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২৭ জন।
ওই মানদণ্ডে ৯২ দশমিক ৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ।

এ প্রতিষ্ঠানের ৩৭৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছ; জিপিএ-৫ পেয়েছে ৩৩৩ জন।
তৃতীয় অবস্থানে ঢাকার ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের পয়েন্ট ৯২ দশমিক ৫২ । এ প্রতিষ্ঠানের এক হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর মধ্যে দুইজন বাদে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৫জন।
আর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের অবস্থান এবার সারা দেশে চতুর্থ।

তাদের পয়েন্ট ৯০ দশমিক ৭২।
এ প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৬৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে দুই জন। আর জিপিএ-৫ পেয়েছে ৪৮৭ জন পরীক্ষার্থী।
সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের জন্য নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, পাসের হার, মোট শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
এই বিচারে রাজশাহী কলেজ ৯০ দশমিক ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আর ৯০ পয়েন্ট নিয়ে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে আছে সাতটি ক্যাডেট কলেজ। এগুলো হলো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ফেণী গার্লস ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজ।
এছাড়া ৮৯ দশমিক ৮৪ পয়েন্ট নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সপ্তম, ৮৯ দশমিক ৬৮ পয়েন্ট নিয়ে ঢাকা নটরডেম কলেজ অষ্টম, ৮৯ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে সিলেট ক্যাডেট কলেজ নবম এবং ৮৮ দশমিক ৭৫ পয়েন্ট নিয়ে ঢাকার ক্যামব্রিয়ান কলেজ দশম স্থানে রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.