ভাল মানুষ সাজা সহজ, ভাল মানুষ হওয়া কঠিন। থাকি দেশের বাইরে। দেশ সম্পর্কে টিভিতে নিউজ, ইন্টারনেট এসবের মাধ্যমেই।
ছুটিতে দেশে আসলাম, একদিন মামার বাড়ী বেড়াতে গেলাম বেড়ানো শেষে নিজের বাড়ী ফেরার পালা আমার এক কাজিন আমার সমবয়সী তাকে সাথে নিয়ে দুজনে রওনা দিলাম। যোহরের নামাযের সময় দুজন গাড়ীতেই ছিলাম তাই আর নামায পড়া হয়নি।
গাড়ী থেকে নেমে দেখলাম আড়াইটার মত বাজে তাই ভাবলাম মসজিদ যেহেতু সামনেই আছে যোহরের নামাযটা পড়েই ফেলি। মসজিদে গেলাম মসজিদ একদম খালি, ওজু করে দুজন বারান্দাতেই নামাযে দাড়ালাম। নামায শেষ করে বের হতে গিয়ে দেখি আমার নতুন কেডস গুলো নেই, কাজিনের সেন্ডেল গুলো ঠিকই পরে আছে। এদিক-সেদিক খানিকটা খুজলাম কিন্তু পেলাম না। খালি পায়ে হাটতে লাগলাম, কেডস গুলো খুব পছন্দের ছিল তাই একটু খারাপ ও লাগছিল।
ভাবলাম আরও দামী কিছুও চুরি হতে পারত নাহয় জুতা এক জোড়া গেছে। আর আমাদের দেশে মসজিদে জুতা চুরি হয় ই, এটা নতুন কিছু না, এসব ভেবে মন ভাল করে দোকান থেকে নতুন এক জুড়া সেন্ডেল কিনে বাড়ী আসলাম। সেদিন ছিল বুধবার।
একদিন পর শুক্রবার এল কিছু কাজে আজকেও বের হলাম এবার নিলাম ছোট ভাইয়ের একজুড়া সেন্ডেল জুতা। ইটালীর তৈরী সে ১৮০০ টাকা দিয়ে ঈদের সময় কিনেছে।
জুতা গুলো দেখতে খুব পছন্দের সেই হিসেবেই আমি নিলাম। নামাযের আগেই সব কেনা কাটা শেষ করে ফেললাম এবার শুধু জুম্মার নামায পড়ে বাড়ী যাব। বাজারের জামে মসজিদ কানায় কানায় ভরে গেছে তাই বাধ্য হয়েই শেষ লাইনে দাড়াতে হল। একদিন আগে একবার জুতা চুরি হয়েছে সে কথা আমি কি করে ভুলি? তাই এবার যেহেতু শেষ লাইন তাই জুতা গুলো একদম পায়ের সাথে লাগিয়ে রাখলাম।
যতক্ষন খুতবা হল ফাঁকে ফাঁকে চেয়ে দেখতাম জুতা গুলো আছে কিনা? নামায শেষ করেই আবার সেই জুতার দিকে দেখলাম আর অবাক হলাম।
এছাড়া তখন আমার আর কিছুই করার ছিলনা।
জুতা গুলো নেই। তার পরও ফিরে পাবার আশায় একটু খুজলাম। পাইনি।
এবার মনে মনে ভাবলাম আল্লাহ নিশ্চয় আমাকে এর চেয়ে ভাল কিছু দিবেন।
যাক মন ঠিক হয়ে গেল এবার জুতা কেনার পালা, পকেটে হাত দিয়ে চোখ কপালে। আরেক বার অবাক হতে হল।
টাকা নেই। কি করব এখন? খালি পায়ে বাড়ী চলে যাব? কি হবে অনেকেই ত খালি পায়ে হাটছে।
তখন মাথায় আর এক বুদ্ধি এল, মসজিদের পাশেই আমার বাড়ীর পাশের একজনের দোকান আছে তার কাছ থেকে টাকা ধার নিয়ে জুতা কিনব।
টাকা নিলাম জুতা কিনলাম, বাড়ী ফিরলাম আর নিজেকে বেকুব বেকুব মনে হতে লাগল। একদিনের ব্যবধানে দুই জুড়া জুতা চুরি হল তাও মসজিদ থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।