আমাদের কথা খুঁজে নিন

   

খুদে বার্তা

লেখার মতো কিছু নেই তোমার সাথে দেখা হয়েছিলো ঈদের দুই দিন পরে। ঈদের পর দিন আসলে আবার হঠাৎ করে বন্ধুদের সাথে চলে গেলে। তোমার সাথে কিছুটা সময় কাটাইনি বলে অভিমান ছিলো বুঝলাম তাই বলে এভাবে চলে যাবে? পরদিন আসবে আসবে বলে অপেক্ষা করছিলাম , বান্ধবীরা ওয়েট করছে কিন্তু তবুও শুধু তোমার জন্য অপেক্ষা করেছি অথচ তুমি আসলে এমন সময় যখন বাসা থেকে বের হয়ে কলেজের সামনে গিয়ে দাড়ালাম। শিলা , মিতুরা তোমাকে নিয়ে যা বলছিলো তাতে ওদের চিমটি কেটে আহত করেছিলাম ঠিকই কিন্তু মনটা তোমার ভালবাসায় ভরে গিয়েছিলো । ভাবছিলাম ... আমি ভুল মানুষকে ভালবাসিনি।

সেই দেখাই শেষ। তুমি চলে গেলে আর আমি চলে গেলাম বান্ধবীদের সাথে। ওদের সাথে থাকলেও মনটা পড়েছিলো শুধুই তোমার কাছে। মাঝে মাঝে তোমার কথা ভাবতে ভাবতে আনমনা হয়ে গিয়েছিলাম আর তখনই মিতু , নিলার তোমার কথা বলে ক্ষেপানোর চেষ্টা করছিলো। অন্যদিন হলে হয়তো ঝাড়ি দিতাম কিন্তু সেদিন ওদের কিছুই বললাম না।

তুমি চলে গেলে এতোদিন , দুএকটি খুদে বার্তা পাঠালেও ফোন দাওনি একটিবারও । বড়ই নিষ্ঠুর তুমি। তুমি তো জানোই কতটা লাজুক আমি। সারাটা দিন শুধু তোমার সাথেই কথা বলতে ইচ্ছে করে কিন্তু অদৃশ্য বাধা যেন তা হতে দেয় ন। না আর পারলাম না ...... তোমাকে খুদে বার্তাটা দিয়েই দিলাম।

অবশেষে তোমার কথা হলো। তুমিকি পড়ছো আমার এ লেখা???? ভালো থেকে জানু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.