আমাদের কথা খুঁজে নিন

   

পাখীর সুখ...

আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে... পাখী... তুই কি জানিস?তুই কত্তো সুখী...! দুটো ডানা আছে তোর, যা দিয়ে আড়াল করতে পারিস নিজের দুঃখ গুলো অসীম নীল আকাশে দুটো ডানা মেলে সুখ অনুভব করতে পারিস... তুই কত্তো সুখী...জানিস তুই? পাখী... তুই জানিস?তুই কতোটা সুখী...! বিশাল একটা আকাশ আছে তোর সেখানে নেই কেউ যে তোকে উড়ে বেড়াতে রুখবে দিন শেষে যখন নীড়ে ফিরিস, ভালোবাসা ভরা সময় তোর প্রতিক্ষায় থাকে সে ভালোবাসায় কোন খাদ নেই,স্বার্থ নেই নেই কোন দেনা-পাওনার হিসেব... জানিস,পাখী...? বড্ড ইচ্ছে হয়,তোর মতো একটু ঊড়ে বেড়াতে একটি বারের জন্যে ঐ অসীম আকাশটা ছুঁয়ে দেখতে বুকে জমানো কিছু কথা মেঘের ভেলায় ভাসিয়ে দিতে... কিন্তু পারিনা...পারব ও না... হয়তো তুই ভাবছিস,আমি অকৃতজ্ঞ! মানুষ হবার সুখ নিয়ে বিলাসিতা করছি! কিন্তু জানিস পাখী? মানুষ এর অনেক কষ্টরে...অনেক কষ্ট... হয়তো তোর মতো ছোট্ট,সাজানো,সাধারন দুনিয়া তার না তোর মতো অতো সোজা হিসেবে সে নিজেকে সাজায় না, আর তাইতো তোর সুখ ছুঁতে চায় সে... আচ্ছা,থাক পাখী... তুই তোর মতো উড়ে বেড়া... আমি বরং তোর উড়ে বেড়ানোর সুখ ছোঁয়ার খানিক চেষ্টা করি...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.