আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্র পাখীর গল্প

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ। ।

যেন সমুদ্র পাখী নীল ঢেউ ছুঁয়ে থাকে দৃষ্টি; শূণ্য বন্দর বালিঘর; ঝেঁপে আসে ভাসান বেলার সুর আর দীর্ঘশ্বাস কাঁপায় ইথার। আহা! তার ঝরা পালক সমাধি পায়না।

বুনো মহাদেশ তন্ত্রীতে কি বাদ্য তোলে কি ছড়ায় কৌশলবাজি ঢেউ ডগা সুউচ্চ ফনায়; নোঙর ছিঁড়েনা ছিঁড়েনা তবু। অনিমন্ত্রিত করূন চাহনি: ঝিনুক বাজনা দু'পায়ে ত্রস্ত সমুজ্জ্বল জ্বেলে সুদূরতর দ্বীপের বাসনা বুকে পোষা। রোদ্দুর ঝলসানো পালক তারো ঢের পিপাসার্ত স্মৃতি। ফিরে ফিরে দেখা ললাটের খাঁজে প্রতিশ্রুতি দ্রবণের আকাংখিত রেখা, হায়! বিস্তৃত দু'ডানা ছড়িয়ে সমুদ্র পাখী মেঘ হবার স্বপ্ন দেখে দেখে একদিন মমি হয়ে যায়। ।

৩ জৈষ্ঠ্য ১৪১০ (ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত “Love Birds”, the 2nd oil painting in the ‘Sea Birds Series’ by Jay Alders )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.