রাজা
ছবি পাখীটার নাম আবাবিল
এর ইংরেজী নাম Barn swallow; বৈজ্ঞানিক নামঃ Hirundo rustica; এটি দৈর্ঘ্যে গড়ে 18 সেঃমিঃ হয়ে থাকে। ভারত বর্ষে প্রায় ২০ রকমের আবাবিল দেখা যায়।
এরা ফুর্তিবাজ পাখী হিসাবে পরিচিত, স্থির থাকতে পারে না। উড়তে উড়তে এরা পোকা মাকড় শিকার করে এবং বৃষ্টির সময় উড়তে উড়তে গোসল করে। বেশী শীতে এরা সহ্য করতে পারে না। এরা দল বেঁধে থাকতে পছন্দ করে।
-ছবি গুলি নেট থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।