আজ সকালে খবর পেলাম বই লিখেছেন নানা;
সেই কাহিনীর নায়ক নাকি হলদে পাখীর ছানা।
নানা কেমন গল্প লেখেন সে তো সবার জানা;
হয়তো পাখীর ঠ্যাংটা ভাঙ্গা, নয়তো চক্ষু কানা !
ফুর্তি করে খায় পাখীটি লিখে দেবেন তা-না;
হয় লিখেছেন পেট খালি তার পায় না খানা দানা।
বসে বসে দেবেন শুধু সুখের ঘরে হানা !
স্বপ্নে দেখেন ভূতের বাড়ী, পেত্নী মেলে ডানা !
মিথ্যে কথা লেখার দায়ে ঘুরে এলেন থানা !
এখন যে তাঁর মানুষ নিয়ে গল্প লেখা মানা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।