আমাদের কথা খুঁজে নিন

   

পাখীর জীবনের তিক্ত অভিজ্ঞতা ও কষ্ট! যার জন্ম দিয়েছে নিজেই। সন্তানদের জীবনে পরিবারেরর অনিবার্যতা।



প্রেমিক জীবনের সত্য ঘটনা: একটি সুন্দর পরিবার - মা.বাবা, ভাই বোন নিয়ে সুন্দর সংসার পাখীদের। ১৯৯৭ সাল পাখী ৭ম শ্রেনীতে পড়ে। বড় ভাই বিদেশে থাকে। সেই সুবাদে বড় ভাই বোনের জন্য বিদেশ থেকে গিফট পাঠায় তারই এক বন্ধু হুমায়ুনকে দিয়ে। পাখী এই গিফট পাবার জন্য দরজা খুলেই হুমায়ুন এর কাছ থেকে গিফট গুলো গ্রহন করে।

ভাই এর বন্ধু হুমায়ুন দেখতে সুন্দর হওয়ায় পাখী তার প্রতি মনের অজান্তেই ৭ম শ্রেনীতে পড়া অবস্থায় দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে হুমায়ুন পাখীর বাবা-মাকে বিয়ের প্রস্তাব দেয়। সেসময় পরিবার রাজি হয়না। কিন্তু পাখীর ভাই এর খুব ঘনিষ্ট বন্ধু হওয়ায় এক পর্যায়ে অনেক জোরাজুরির পর পাখী - হুমায়ুন এর এনগেজম্যান্ট হয়। শর্ত থাকে যে এর পর হুমায়ুন মালয়েশিয়া চলে যাবে।

পাখী মাষ্টার্স পাশ করার পর তুলে দেবে। ১৯৯৭ সালে ৭ম শ্রেনীতে পড়ে মাস্টার্স পড়ার পর তুলে নিবে। এরই মধ্যে দুজনের মধ্যে পরিবারের অজান্তে চিঠি চালাচালি সহ ফোনালাপ হয়। ১৯৯৮ সালে হঠাত করে হুমায়ুন দেশে চলে আসে। এবং সরাসরি পাখিদের বাসায়।

এরপর প্রেমিক প্রেমিকার অবুঝ মন বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ের পিড়িতে বসে। এরই মাঝে চলে যায় ঘটনাবহুল ৪ বছর। শুরু হয় ৭ম শ্রেনীতে পড়াশোনার অবসান ঘটিয়ে সাংসারিক জীবন। যবনিকাপাত ঘটে এক অমিত সম্ভাবনায় উদ্বেলিত এক জীবন। এর কিছুদিন পর স্বামী হুমায়ুন বিদেশ বেড়াতে যাবে বলে পাড়ি জমায় দুবাই ৩ মাসের কথা বলে।

এরপর মাস, বছর চলে যায় যোগাযোগ রাখেনা কারো সাথে। এভাবে একটি বছর চলে গেলে পাখী বোনদের ও শাশুড়ির পরামর্শে আবার এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রষন করে পরীক্ষা দিয়ে ২০০৪ সালে এস এস সি পাশ করে। কিন্তু কোন ভাবেই পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করা স্বামীর খোজ পায়না। অবশেষে আবার ও বাবার বাড়ীতে প্রত্যাবর্তন ঘটে পাখির। কিন্তু তারপরেও ভুলতে পারেনা হুমায়ুনকে।

তাকে ভুলে থাকার জন্য টিউশনি আর ছোট একটি চাকুরী নিয়ে ব্যর্থ চেষ্টা চালায়। মনের কষ্ট চাপা দিয়ে আবারো এইচ এস সি পরীক্ষা দিয়ে ২০০৬ সালে পাশ করে। এরপর বি এ তে ভর্তি হয়। কিন্তু তার পরেও হুমায়ুনকে ভুলতে পারেনা। একদিন হঠাত করে আবার সেই স্কুল জীবনের এক বন্ধু সিংগাপুর থেকে পাখীর সাথে যোগাযোগ করে।

এবং এক পর্যায়ে দেশে চলে আসে। এরই মাঝে হুমায়ুন এর সাথে যোগাযোগ করতে চাইলে ও ব্যর্থ হয়। শুরু হয় আবার ভালবাসা ওই বাল্যকালের বন্ধুর সাথে। পাখীর তিক্ত অতীতের কথা শুনেও বিয়ের কথা বললে পরবর্তীতে ফেরত পাঠায় পাখীকে। এরই মাঝে পরিবারের কোন পরামর্শই পাখী মান্য করেনি।

এক পর্যায়ে হোস্টেল এ থেকে চাকুরী করে সময় চলে গেলেও হুমায়ুনকে ভুলতে পারেনা। পরে এক বছর পর হুমায়ুনকে ডিভোর্স লেটার পাঠায় পাখী। ২য়বার কষ্ট পায় বন্ধু দ্বারা। এরই মাঝে চাকুরীর ফাকে আবারো এক কলিগের সাথে শুরু করে প্রেম এর মত অবুঝ কার্যক্রম। কিন্তু নিয়তি, অতিমাত্রার আবেগ আর আবেগ মিশ্রিত সাহস পাখীকে সফল হতে দেয়নি।

পরিবারের ঠিক করা ছেলের সাথে বিয়ে ঠিক করার পরও গ্রহন না করে পালিয়ে যায় কলিগের বড় ভাই যে কিনা বিবাহিত তার সাথে। কিন্তু সেখানেও সফল নয়। আকস্মিকভাবে সে ব্যক্তিটিও ফেরত দেয় তাকে। আর ওদিকে পারিবারিক ভাবে ঠিক করা ব্যক্তিটিও ফেরত যায় লন্ডন। একেবারেই ভেঙে পড়ে পাখী।

সর্বশেষ পারিবারিক ভাবে অস্ট্রিয়া প্রবাসী এক ব্যক্তির সাথে বিয়ে ঠিক হয় পাখীর। কিন্তু পাখীর হৃদয় চূর্ন করে দিয়েছে যে ছেলেরা। এখন কাউকেই বিশ্বাস করতে চায় না পাখী। প্রিয় ব্লগার বৃন্দ: উপরোক্ত কথাগুলো এফ এম ৮৮.৪ এর ``লাভ গুরু'' নামক অনুষ্ঠান থেকে সংগৃহীত। উক্ত প্রেম কাহিনী থেকে আমরা যে শিক্ষা পাই: ১. পাখী ছিল বাবা মায়ের অবাধ্য।

২. প্রেম ভালবাসার বয়স কি ক্লাশ সেভেন? ৩. অতিমাত্রার আবেগ মানুষকে ধ্বংস করে। ৪. পরিবারের চেয়ে বড় আপন কে হতে পারে? ৫. আবেগমিশ্রিত সাহস উপস্থিত থাকার কারনে হিতাহিত জ্ঞান থাকেনা। ৬. একটি তিক্ত অভিজ্ঞতার ফলে পরবর্তীতে কোন ঘটনার জন্ম দেয়া ঠিক নয়। ৭. শিক্ষার্থিদের গ্রাজুয়েশন এর পূর্বে সাংসারিক কোন সঠিক জ্ঞান জন্ম নেয় না। মতামত ভিন্ন থাকতে পারে।

৮. এখন পাখী নিজের কারনেই সকল ছেলেদেরকে অবিশ্বাস করছে। যা তার নিজেরই দোষ। ১০. সর্বোপরি প্রেম ভালবাসার মাধ্যমে সৃষ্ট বিয়ে সংসারের শান্তির অন্যতম অন্তরায়। অধিকাংশ ক্ষেত্রেই । আশা করি এইরকম একটি ঘটনা থেকে শিক্ষা নিলেও এরকম অনেক ঘটনা থেকে বেচে যাবে এদেশের অবুঝ ছেলে মেয়েরা।

আর কারো ঘর নষ্ট হবেনা। কষ্ট পাবেনা কোন হৃদয়। আর কোন পরিবার এরকম কোন আত্নঘাতী সিদ্ধান্ত নিয়ে ৭ম শ্রেনীতে পড়া অবস্থায় বিয়ে করতে দিবেনা। যদি পরিবারে শিক্ষার ছাপ থাকে। আসুন আমরা সবাই এই সকল আবেগ প্রবন সত্বাকে নিয়ন্ত্রন করি।

এর ফলেই নিস্তার পাবে একেকটি জীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.