ওয়ান-ইলেভেন পরবর্তী সেনাপ্রধান জেনারেল মইন সমর্থিত ফখরুদ্দীন সরকারের সময়ে সামরিক গোয়েন্দাদের সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের প্রতি অবিচল থেকে খোন্দকার দেলোয়ার হোসেন দল-মত নির্বিশেষে দেশপ্রেমিক গণতন্ত্রমনা রাজনীতিবিদদের আস্থা ও সম্মান অর্জন করেছিলেন। কারারুদ্ধ খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের মহাসচিবের দায়িত্ব পেয়ে প্রজ্ঞা ও অসীম সাহসিকতার সঙ্গে দলে ঐক্য ধরে রেখে দলীয় নেতাকর্মীদের মণিকোঠায় নিজের স্থান করে নিয়েছিলেন খোন্দকার দেলোয়ার। তার মৃত্যুতে দল-মতের ঊর্ধ্বে ওঠে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও বাম সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছিলেন, বলছিলেন, তার মতো পোড়খাওয়া আপাদমস্তক একজন রাজনীতিবিদকে হারিয়ে কেবল বিএনপি নয়, দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। আসুন আমরা খোন্দকার দেলোয়ার হোসেনের সাহস, সততা, রাজনৈতিক দর্শন, দল ও নেতৃত্বের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস এবং সর্বোপরি দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশ ও মানুষকে রক্ষা করি ও একবিংশ শতাব্দীর উপযোগী বাংলাদেশ গড়ে তুলি। গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল এবং দেশ ও দলের জন্য নিবেদিতপ্রাণ সাহসী এই রাজনীতিক সম্বন্ধে জানা-অজানা জীবনবৃত্তান্ত, ভিডিও, ছবি, রাজনৈতিক-সামাজিক কর্মকান্ড ও ভুমিকা ইত্যাদি জানতে হলে নিম্নলিখিত ফেসবুক গ্রুপে আপনি নিজে এই গ্রুপে যোগ দিন ও অন্যান্যদের কে যোগ দিতে উৎসাহিত করুন। Rich tribute to Khandaker Delwar Hossain
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।