আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !!
টিউশনী থেকে বাসায় আসতেছি । আজকে কোন কারনে পাবলিক বাসের সংখ্যা কম ! দেখলাম কাটাবন সিগনালের কাছে আমার মত অনেকেই দাড়িয়ে । কিছুক্ষন পরপর একটা করে বাস আসছে একেবারে ভর্তি হয়ে । কয়েকজন চেষ্টা করে উঠতে পারছে বাকি যারা আমার মত একটু বোকা এবং একটু আরাম প্রিয় তারা ভিড় দেখে বাসে উঠার চেষ্টাই করছে না ! আশায় আছি নিশ্চই এর পরের বাস টা ফাঁকা হয়ে আসবে ।
আমি যেখানে দাড়িয়ে ছিলাম সেখানে তিনজন পুলিশ দাড়িয়ে ছিল ! প্রায়ই এখানে পুলিশ দাড়িয়ে গাড়ির কাগজ পত্র চেক করে ! কদিন আগে দেখছিলাম এক বাইক ধরেছে কাগজ ছাড়া ! আজকেও সেই লোকটাকেই দেখলাম ! তিনজনের ভিতরে দুজন সিপাহী টাইপের একজন মনে হয় আরেকটু উপরের র্যাঙ্কের ! উনি চশমা পরা । দাড়িয়ে থাকার মাঝেই দেখলাম একটা কাভার্ট ভ্যান কে দাড় করালো একটু পরে আবার ছেড়েও দিল !
যাই হোক আমার সামনেই তিন ভদ্রলোক টাইপের লোক দাড়িয়ে ছিল ! উনারাও আমার মতই ভিড় দেখে বাসে উঠতে ছিলেন না মন হয় ! একটু পরে একটা সিএনজি দেখে ডাক দিলেন !
সিএনজিটা থামলো !
ঠিক কোথায় যাবে আমি ঠিক শুনতে পেলাম না । মনে হল বেশ ভাল টাকা চেয়েছে সিএনজি ওয়ালা ! কারন লোকটাকে একটু হতাশ দেখলাম ! সিএনজি চলেই যাচ্ছিল এমন সময় সেই চশমা পড়া চিকন মত পুলিশটা সিএনজি টাকে দাড় করালো ! তারপর সেই ভদ্রলোক বলল
-কত বলেছে ?
-চারশ টাকা ?
-চারশ টাকা ?
সিএনজির ওয়ালার দিকে তাকিয়ে বলল
-এখান থেকে ভাড়া চারশ টাকা ?
সিএনজিওয়ালা কথা কয় না ! চশমা পরা পুলিশ বলল
-কাগজ বের কর !
-স্যার আমি দেরি হয়ে যাচ্ছে ! আমার একটু তাড়া আছে ?
-তাড়া আছে তা সিএনজি ব্রেক কেন করলা ? চারশ টাকা ভাড়াই কেন চাইলা ?
সিনজিওয়ালা কোন কথা কয় না !
-কাগজ বের কর !
-স্যার !
পুলিশ ধমকে উঠলো!
-কাগজ বের করতে বলেছি !
আমরা কয়েকজন দাড়িয়ে দেখছি !
পুলিশ বলল
-দুইশ টাকার ভাড়া চারশ টাকা নিবা ! দাড়াও !
কাগজ ঠিক ছিল না ! পুলিশ কেস লিখে দিল !
এক সময় সিএনজজিওয়ালা বলল
-গরীবের উপর এই রকম জুলুম করলেন ?
পুলিশ বলল
-জুলুম ? তুমি ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা নিবা সেইটা জুলুম না ? আর আমি তোমার কাগজ নাই তোমার কেইস দিলেই আমি জুলুম করলাম ? তোমারে ছাইড়া দিলে আমি ভাল মানুষ আর না ছাড়লে আমি খারাপ !
কাগজ হাতে ধরিয়ে বলল
-যাও বিদায় হও !
-স্যার ভাড়াটা নিয়া যাই !
-কোন ভাড়া নাই এখানে । যা ভাগো !
আমি পুরোটা দাড়িয়ে দেখলাম । মন ভাল হয়ে গেল ! দেখলাম পুলিশ তারপর ঐ লোক গুলোর কাছে গেল ! লোক গুলোই পুলিশের সাথে পরিচিত হল ! তারপর টুকটাপ কথা শুরু করে দিল !
আমার কাছে ব্যাপারটা বেশ ভাল লাগলো ! মনে মনে পুলিশ কে একটা ধন্যবাদ দিলাম !
হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন না তবে আমি এই টা বিশ্বাস করি এবং এটাই চাই যে কুকুরের সাথে ঠিক কুকুরের মতই আচরন করা উচিৎ ! যে যেমন কাজ করবে ঠিক তেমনই তার প্রতিদান হওয়া উচিৎ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।