আমাদের কথা খুঁজে নিন

   

দোতলা বাস আর দোতলা রাস্তা: ম্যাডামগো স্বপন

লক্ষ্যহীন জীবন, তবু ছুটে চলাই নিয়োতি, এটুকুই আমি। তখন আমি খুব ছোট, ম্যাডাম শেখ হাসিনা অনেক দিন পর ক্ষমতায় এসে ঢাকার রাস্তায় আনলেন দোতলা বাস। আমরা কইলাম "খাইছে, কি খেইল আফা দেখাইলো!!" ( ফেসবুক তখন ছিলনা, থাকলে নির্ঘাত একখানা স্ট্যাটাস হয়া যাইতো। )। ম্যাডাম খালেদাও নির্ঘাত দোতলা বাস দেইখা টাস্কি খায়া গেছিলেন।

নিজের ক্ষমতা জাহিরেরর নতুন উপায় খুজলেন তিনি। ফলাফল, তিনি ঢাকাবাসীকে দোতলা রাস্তা দেখাইয়াদিলেন। এইবার আমরা টাস্কি খাইলাম; আগে-পরে যতই জ্যাম থাকুক, জাহান্গীর গেট থেকে বনানী পর্যন্ত বাস গুলান যেন উইড়া উইড়া যাওয়া শুরু করল। ম্যাডাম খুশি, আমরাও খুশি। এইবার আবার ম্যাডাম হাসিনার পালা।

দোতলা বাস আর দোতলা রাস্ত; দুইটাই হয়ে গেছে। ঢাকাবাসী এইবার ৩/৪ তলা বাস আর রাস্তা দেখার স্বপ্ন দেখছিল, কেউবা স্বপ্নে দোতলা রেললাইন দেখতে লাগলো। কিন্তু এক বিমান বাহিনীর ঝাড়ি খাইয়া দোতলা রেললাইন নীলডাউন খায়া গেলো, তার তলায় আকুপাকু করতে লাগলো বাকি সব। ম্যাডাম হাসিনা কইলেন, 'একটা কেন, আমি ৫০টা দোতলা রাস্তা বানামু। ' আমরাও খুশি মনে কইলাম, মারহাবা।

ফলাফল: আমরা এখন রাতে ঘুমানর আগে বাসে উঠি আর ঘুম থেকে উঠে বলি, "খাইছে, একরাইাতেই গুলিস্তান থেকে টিকাটুলি আয়া পরছি!!! যাত্রাবাড়ি আর মাত্র একদিনের রাস্ত। " (আমার খুব শখ, আমাদের প্রধানমন্ত্রীকে একদিন সন্ধ্যার পরে গুলিস্তান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বাস ভ্রমন করানোর। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.