সুমনা আকতার লোপা ভাবিনি কখনো ২০০২ এ ফেলে আসা সেই ডায়েরীতে আবার রাখবো হাত। তখন ছিলো নিছক কবি হওয়ার ভাবনা, আর এখন প্রকাশ করতে মনের ভাব। হঠাত্ আসা এক ঝড়ের দাপটে চূর্ণ হয়ে গেলো অহংকার, খুঁজে পাই না যে কোনো পথ নিজেকে সামলাবার। শূণ্য দু'খানা হাত আজ দেখি বার বার। একি আমার ভুল নাকি মর্জি বিধাতার। অবাঞ্ছিত ভাবনায় আজ আবেগ আপ্লুত, ঘুরে ঘুরে ক্লান্ত আমি দিশেহারা পাখির মতো। কখনো কালো মেঘ কখনো বর্ষার জল, এসব লুকাতে যে আমি অবিচল। সত্যি কী পেরেছি লুকাতে, করে অভিনয়। ঘুরে ফিরে বার বার যায় মন, সেই অবাঞ্ছিত ভাবনায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।