আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক যানবাহন

ঢাকা শহরে রাস্তার তুলনায় গাড়ি এতো বেশি যে রাস্তায় বের হওয়া যেনো রিতি মতো যুদ্ধে যাওয়া । যেকোনো রাস্তায় চোখ মেললেই দেখা মিলবে জানজটে থমকে দাড়ানো হাজারো প্রাইভেট কার এর ভিরে দুই একটা পাবলিক যানবাহন। যা কিনা প্রয়োজনের তুলনায় অপ্রতুল । আমরা চাইলেই রাস্তা বাড়াতে পারছি না। ভীর ঠেলে গাড়িতে উঠতে যেয়ে ঘটছে নানা দুর্ঘটনা।

এ থেকে পরিত্রানের উপায় হতে পারে মানসম্মত পাবলিক যানবাহনের সংখা বাড়ানো। আমাদের অনেকের কাছে প্রাইভেট কার যেন এখন আর বিলাশিতা নয়। যার মূল কারন পাবলিক যানবাহন এর বেহাল অবস্থা। উন্নত দেশ গুলোতে পাবলিক ট্রান্সপোর্ট সব শ্রেনীর মানুষই ব্যবহার করছে। আমার দৃঢ় বিস্বাশ আমাদের পাবলিক ট্রান্সপোর্ট এর অবস্থার উন্নতি করা গেলে সবাই এর দিকে ঝুকবে।

কে চায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে সিএনজি নিতে, নিজের গাড়ি রাস্তায় রেখে সারাক্ষন অফিসে বসে অনিস্চিয়তায় ভুগতে , ড্রাইভারের হাতে জিম্মি হয়ে থাকতে। মানসম্মত পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া গেলে হয়ত অনেকে প্রাইভেট কারের থেকে পাবলিক ট্রান্সপোর্ট এ যেতে বেশি সাছ্যন্দবোধ করবে। তখন আপনাআপনি প্রাইভেট কারের সংখ্যা কমতে শুরু করবে। যার ফলে জানজট কিছুটা হলেও কমবে। বিগত কিছুদিনে সরকার বেশ কিছু মানসম্মত বাস রাস্তায় এনেছে সেজন্য সরকারকে ধন্যবাদ দিয়ে ছোটো করছি না।

এ বিষয়ে সরকারের আরো পদক্ষেপ আশা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.