আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক রিয়েকশন

কমেডি করে মানুষকে হাঁসাতে ভালোবাসি

ঢাকা যাচ্ছিলাম, Antora Media House (অন্তরা মিডিয়া হাউস) এর ভিজ্যুয়ালের কাজে । ইউনিক বাসে করে রাত ১টার গাড়িতে । হুমায়ুন চত্তর পার হওয়ার পর চিরচারিত নিয়ম অনুযায়ী সুপার ভাইজার মিউজিক চালু করল । যথাক্রমে এন্ড্রকিশোর, সাবিনা ইয়াসমিন ও ডলি সায়ান্তনির গান চলছিলো । চলছে তো চলছেই ।

কোন পাব্লিক রিয়েকশন নাই। হঠাত গান বন্ধ হয়ে ওয়াজ শুরু হলো............(তোফাজ্জুল হকের ওয়াজ) । পাবলিক রিয়েকশন ১ ...... অই মিয়া, কি শুরু করেছেন, একবার গান একবার ওয়াজ পাবলিক রিয়েকশন ২ ...... এই যে ভাই, হয় গান বাজাবেন-নইলে ওয়াজ বাজাবেন, যে কোন একটা করেন । পাবলিক রিয়েকশন ৩ ...... এই যে চুপার ভাইজার, গান দিলা মিয়া "তোমাকে চাই শুধু তোমাকে চাই" "আমার মাটির গাছে ......" হেনতেন এখন আবার ওয়াজ শুরু করছেন মিয়া ফাইজলামি পাইছেন । পাবলিক রিয়েকশন ৪ ...... ও ডাইবার সাব, তফজ্জুল হকের ওয়াজ তাকি ডলি সায়ান্তনির গান অও বালা ।

(সিলেটি) আমি আর কি বলবো, পুরাই টাস্কিত হইয়া আহত হইতে হইতে মরহুম হইয়া গেলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.