আমাদের কথা খুঁজে নিন

   

২০০১ এবং ২০০৮ নির্বাচনের অভিঙ্ঘতা/sb]



২০০১ সালের কিছু কথা আমি ২০০১ সালের নির্বাচনে ভোট দিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে তখনও মানুষের মধ্যে আজকের মত নির্বাচনি আমেজ ছিল। তবে সকল মানুষের মধ্যে নয় শুধু দলীয় সর্মথন কারীদের মধ্যেই ছিল। আমার বয়সি ছেলেদের উপস্থিতি খুব একটা ছিলনা। ২০০১ সালেই আমার প্রথম ভোট দেয়া, আমি ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পরে বুঝতে পারছিলাম যে ভোট দেয়া সকলের কাজ না। যারা রাজনীতি করে তারাই শুধু ভোট দিবে কারন কেন্দ্রে যাওয়ার পরে এলাকার বড় ভাইয়েরা/মুরব্বীরা বলে দিতেন যে কাকে ভোট দিবো কাকে দিবনা।

আমি দেখেছি যে অণেক মানুষকে জোর করা হতো যে আপনি তাকে ভোট দিবেন। অনেক ভোটার মারা গেছেন বা দেশের বাহিরে থাকেন তাদের ভোট দেয়া হয় খুব গর্ভের সহিত। আমার পরিচিত অনেকেই একাধিক ভোট দিয়েছেন এমন লোক আছেন অনেককে বাধ্য করা হয়ে ছিল একাধিক ভোট প্রধানে। আমরা কিছু দিন আগে প্রথম আলো পত্রিকার মাধ্যমে যে আশর্চায্য সংবাদ পরলাম তা যে কোন দেশের মানুষের পক্ষে সম্ভব তা আমার এক সময় ধারনা ছিলনা। শুধু নিজের চোখে দেখছি বলে বিশ্বাস করতে হচ্ছে।

আমরা কি করতে পারি আর কি পারিনা তার প্রমান এই কর্মকান্ডই যথেষ্ট বলে আমার মনে হয়। আমরা দেখেছি বাংলাদেশর সহজ সরল মানুষকে কি ভাবে ধোকা দিয়েছেন আমাদের কর্তা ব্যক্তিরা। আর তার ফলাফল আমাদের পেতে হয়েছে সরকার গঠণের পরবর্তী সময়ে। কি না পেয়েছি আমরা দূর্নীতিতে চ্যম্পিয়ন, জঙ্গীবাদের আস্তানা, সন্ত্রাসীদের গডফাদার,ধর্ষন,এসিড নিক্ষেপ,অপহরণ,মুক্তিপন,চাদাবাজদের আড্ডা, বিদেশে মানুষ প্রাচার,টাকা প্রাচার,ভুমিদখল ইত্যাদি কর্মকান্ড যা লিখে আমার পক্ষে সম্ভব নয়। আমি যা দেখেছি তাই শুধু লিখলাম যা দেখে আমি বিস্মিত হয়ে ছিলাম যে করে এ সম্ভব।

আমাকেও বলা হয়ে ছিল যে তোদের ভোট দিয়ে কি হবে আমরা তোর ভোট দিয়ে দিবো। আমি শুধু বলেছিলাম আমার হাত দুটো একনও ভালো আছে। এর চেয়ে বেশি কিছু অবশ্য বলার শক্তি ছিল না। যদি বলতাম তাহলে আজ আর এ ব্লগ লিখতে পারতাম না। ২০০৮ সালের নির্বাচন ২০০৬ সালে আমাদের বর্তমান সরকার বলেছিল যে ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।

উনারা উনাদের কথা রেখেছে যার প্রমান আজকে আমার ভোট দেয়া। উনাদের সাফল্যের কারনে আজ আমরা একটি জাতিয় আইডি কার্ড পেয়েছি। যা আমাদের দেশের কোন রাজনৈতিক সরকার সফল হতে পারতো বলে আমার মনে হয় না। যা আমাদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আমি ২০০১ ভেবেছিলাম আমি আর কখনও ভোট দিতে যাবনা কিন্তু এবার ভোটার আইডি কার্ড পাওয়ার পর একটু মত পাল্টাতে শুলু করলাম।

যা সফল করলাম আজ ভোট দিয়ে। ভোট দিতে গিয়ে আমি রীতিমত অবাক হয়েছি যে এটা কোন দেশে ভোট দিতে আসলাম বাংলাদেশ না অন্য কোন দেশ। আমি গিয়ে দেখি যে আমার বয়সি ছেলেরা কি আনন্দে ভোট দিতে এসেছে । আমার মনে হয় আর কোন নির্বাচনে এত কম বয়সি ছেলেরা নির্বাচন ভোট দিয়েছে কি না সন্দেহ আছে। আর তাদের মধ্যে যে উৎসব উৎসব ভাব তা সত্যিই দেখার মতো।

আমার মনে হয়েছে ঈদের পরবর্তীতে আরেকটি ঈদ বাংলাদেশ এসেছে। আর ভোট কাউকে কেউ বলবে যে তুমি তাকে ভোট দিবে তা তো কল্পনাই করা যায় না। যা কারচুপি হয়েছে এমন কথা বলার মত কোন ব্যপার সেপার খুজে পাবেনা। আমার মনে হয় বাংলাদেশের মানুষ নয় দেশের বাহিরেও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমার বিস্বাস যা বাংলাদেশের মানুষ এর আগে কখনও কল্পনা করতে পারেনাই। বাংলাদেশ চিরজীবি হউক (মহসীন)



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.