আমাদের কথা খুঁজে নিন

   

২০০১ এবং ২০০৩ বছরের SSC এবং HSC জটিলতা...



আমার ব্লগ লিখতে খুব মজা লাগে। জানি না কেন! প্রথম বার কিছু লিখব আমার school এবং college নিয়ে। আমাদের পরীক্ষা শুরু হয়েছিল march মাস এ। তখন ও ঠিক মত জানতাম না আমাদের result কি ভাবে হবে। grading system এ হবে নাকি পুরোনো পদ্ধিতিতে।

পরীক্ষা শুরু হবার অনেক পরে জানতে পারলাম আমাদের নাকি result এর marks এর জায়গায় grades দেয়া হবে। প্রথমে না বুঝে খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম একটা জায়গায় তো নতুন কিছু পাব। পরে বুঝতে বাকি থাকলনা এই grade এর system টা অনেক জটিল। ৬০-৮০ এর মধ্যে যে কনো number কে A ধরে নেয়া হবে।

শুধু তাই নয়, ৮০-১০০ এর মধ্যে যে কনো number কে A+ দেয়া হবে। তাহলে আমরা আমাদের আসল marks কি ভাবে বুঝবো? আমি ৬০ পেলেও আমার গ্রেড থাকবে A আবার আমি ৭৯ পেলেও আমার গ্রেড থাকবে A তাহলে আমার মুল্যয়নটা হবে কি করে? আমার থেকে কম খেটে অনেকে আমার মতই result করবে। SSC পরীক্ষাতে অনেক সময় ১ নাম্বারের জন্য result এই দিক ঔই দিক হয়ে যায় আর এখানেতো অনেক নাম্বারের ব্যবধান। তারপরও খুশি ছিলাম ভেবে বিদেশ পড়াশোনা করতে গেলে কাজে দিবে ভেবে। কন্তু মনটা একদম খরাপ হয়ে গেল যখন facebook এর একটা group থেকে আমাকে ডাকা হল প্রতিবাদ করার জন্য।

প্রথমে চেষ্টা করলাম কি হচ্ছে বোঝার। পরে দেখলাম এই grading system এর কারনে একটি বিশাল ব্যবধান হচ্চে আমাদের এবং বাকি সকল batch এর ছাএ ছাএীদের মধ্যে। আমাদের সময় অনেকে 4th subject এর পরীক্ষা দেয়নি কারন বলা হয়েছিল তা আমাদের marks এ যোগ করা হবে না। ভালো কথা। তাই অনেকে কষ্ট করে পরীক্ষা দেয়নি।

অথচ আমাদের পরের batch কে বলা হয়েছে পরীক্ষা দেবার জন্য কেননা তাদের 4th subject যোগ করা হবে। সেটাও ভালো কথা। কিন্তু সেই যোগ এর কারনে আমরা কেন সকল সুবিধা থেকে মুখ থুবরে পরব? http://www.facebook.com/group.php?gid=64337304659 চাকুরি করতে গেলে নাকি আমাদের grades গুলোকে 1st class এবং 2nd class এ পরিনত করা হচ্ছে তাও আবার তাদের ইচ্ছা মত করে। আমি দেশে থাকিনা বলে কিছু করতে পারছিনা ভাবতেই অবাক লাগছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.