আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যা তত্ত্ব এবং মানুষের স্বভাব । ( জ্যোতিষ বিদ্যা )

মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " সংখ্যা তত্ত্ব নিয়ে অনেক আগে থেকেই কঠিন একটা টান ছিল আমার। তারপর খুবই কাছের একজন মানুষের দেওয়া একটা বই পড়ে অনেকটাই ধারণা হয়ে গেল। কিন্তু ঐ মানুষটা এখন আর পাশে নেই।

যাই হোক। পোষ্টটা জ্যোতিষ বিজ্ঞানের কিছু বই থেকে নেওয়া। আপনার জন্ম তারিখের উপর কোন সংখ্যার প্রভাব তা বের করার নিয়ম ঃ যেমন ৩০ মার্চ ১৯৯৪ = ৩০, ০৩, ১৯৯৪। বা, ৩+০+০+৩+১+৯+৯+৪ = ২৯ । বা, ২+৯ = ১১, বা, ১+১ =২ ।

আরেকটি উদাহরণ ঃ ১৩ জুন ১৯৭৫ = ১৩+০৬+১৯৭৫ বা, ১+৩+০+৬+১+৯+৭+৫ = ৩২ বা, ৩+২ =৫ । প্রথম উদাহরণে ২ এবং দ্বিতীয় উদাহরণে ৫ সংখ্যার প্রভাব আছে। এভাবে একটি তারিখের উপর সংখ্যার প্রভাব বের করতে হবে । সংখ্যাটি অবশ্যই একক সংখ্যা হতে হবে। দুটি সংখ্যা হতে সেই দুটো সংখ্যাকে আবার যোগ করে একটি একক সংখ্যা বের করতে হবে।

এবার এই একক সংখ্যার উপর ভিত্তি করে কোন একজন মানুষ সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিম্নে কোন সংখ্যার প্রভাবে কি হয় সেটা বর্ণনা করা হোল। সংখ্যা ১ ঃ প্রথম সংখ্যাটি হল ঈশ্বর প্রতীক, এটি সূর্যের প্রতীক। সূর্য জেমন্ন শক্তিশালী তেমনি ১ সংখ্যাটিও শক্তিশালী । ► এরা জনমন জয় করে কোন কিছু গড়ে তোলে।

► তারা পৃথিবীতে একটা গভীর ছাপ রেখে যায় । ► এরা সংগঠন চালাতে পারে ভালো ► এদের দৈহিক ও মানসিক বল খুব বেশি। ► এদের লক্ষ সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকে এবং দৃঢ় পায়ের এগিয়ে যায়। ► ছোট খাটো ব্যাপারে নজর দেয় না। তাবে সেটা উচিত নয়।

সব দিকে নজর দেওয়া উচিত । ► এরা খুব জেদী হয়। যা করবে বলে ঠিক করে সেটা সহজে ছাড়তে চায় না । ► তারা নিজ চিন্তা মতো কাজ করে যেতে পারলে জীবনে সফল হয় । সংখ্যা ২ ঃ সংখ্যা ১ কে পুরুষ এবং ২ কে নারী সংখ্যা ধরা হয়।

নারীদের ২ সংখ্যার প্রভাব থাকলে তার শক্ত এবং দৃঢ় হয়। ► এরা সহজে মত পালতায় বা মন পাল্টায় । ► এরা সেন্টিমেন্ট বা ভাবাবেগ দ্বারা চালিত হয় । ► এরা খুব লাজুক হয়। ► অপরের প্রতি এদের মনে দ্বৈত ভাব থাকতে পারে ।

► এরা সহজে ভুল করেও তা পাল্টে থাকে। ► এরা খুব ধৈর্যশীল হয়। এরা প্রতিবাদে প্রচণ্ড কঠিন কাজ করতে পারে। ► এরা জীবজন্তু এবং আরাম ভালোবাসে । ► অপরের কাজকে বড় করে দেখে বলে নিজের সম্পর্কে ততটা উচু মানসিকতা থাকে না।

► সব ঘটনা ও পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে বলে সহজে মনবল হারায় না। সংখ্যা ৩ ঃ ► এদের ইচ্ছা থাকে এদের কণ্ঠ স্বরকে সবার উপরে তুলে ধরতে । নিজের আদর্শকে তুলে ধরতে । ► এদের মধ্যে দর্শন, কাব্য, শিল্প, কলা প্রভৃতি ভাব বেশি থাকে। ► এরা নিরব দর্শক হতে পারে না।

নিজের মত প্রকাশ করতে চায়। ► এরা সংখ্যা ১ এর মতো উচ্চ আদর্শ এবং ২ এর মতো পরিবেশের সাথে মানিয়ে চলতে পারে। ►এরা খুব দয়াবান হয় কর্মচারীদের প্রতি। সহজে এদের মন জয় করতে পারে। ► এদের জীবন সম্পর্কে খুব আনন্দময় ও আশার ভাব থাকে।

► তারা ভালো খেলাধুলা, সিনেমা, অভিনয়, জ্ঞান প্রভৃতিতে উচ্চ প্রশংসা ভালোবাসে। ► এরা বেশি কথা বলে তাই অন্যের বিশ্বাস ঠিকমতো অর্জন করতে পারে না। ► বর্তমান সম্পর্কে খুব ভালো ভাবে তাই ভবিষ্যৎ সম্পর্কে এরা কম ভাবে। সংখ্যা ৪ ঃ এই লোকেরা হয় বাস্তববাদী ধরনের। এরা সহ্য করে তাই এদের বিশ্বাস করা যায়।

► নিয়ম মতো চলে এরা। পরিচ্ছন্ন এবং পূর্বে ভেবে কাজ করে। ► এরা কম কথা বলে। নিজের মত বা চিন্তা সহজে পাল্টে ফেলে না। ► ইদ্রিয় গুলো এদের কর্তব্য কাজ থেকে বিচ্ছুত করতে পারে না।

আত্মবিশ্বাস প্রবল। ► এদের বিশাল বিল্ডিং এর সাথে তুলনা করা হায়। এদের দৃঢ়টা প্রসিদ্ধ। ► নিজ সঙ্গী এবং দলের লোকেদের মধ্যে খুব ভালোবেসে কাজ করে। ► বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ।

আবেগ খুব কম। প্রশংসা না পেলেও দীর্ঘ সময় কাজ চালিয়ে যায়। ► কল্পনা শক্তি কম থাকে এদের মনে। সংখ্যা ৫ ঃ এরা উচ্চ চিন্তাশীল লোক। আদর্শবাদী হয়ে থাকে।

সহজে মত পাল্টায় না। ► সব বিষয়ে কিছুটা করে জ্ঞান থাকে। কিন্তু সমস্ত জ্ঞান অর্জন করতে পারে না। ► এদের দৃষ্টি শক্তি প্রখর। সবকিছু সহজে, বুঝতে।

শিখতে পারে। ► এদের সাহস খুব বেশি থাকে কিন্তু লেগে থাকার ক্ষমতা কম থাকে। ► এদের বাস্তবে সফল হবার মতো নানা পথে ধ্যান ও বুদ্ধি থাকে। কিন্তু সব দিকে কাজ করতে গিয়ে কোন দিকে পূর্ণ কাজ করতে পারে না। ► এরা একটি বিষয়ে সকল সাধনা প্রয়োগ করলে সফল হয়।

► বন্ধন মুক্তি থাকতে চায়। চাকরি না করে ব্যবসা করতে চায়। সংখ্যা ৬ ঃ এরা খুব শান্তি প্রিয় হয়ে থাকে। শান্তির জন্য যেকোনো মূল্য দিতে রাজি থাকে। ► এরা বিশ্বাসী, সৎ, একরোখা হয়ে থাকে।

► এরা বন্ধু বা আত্মীয়দের সঙ্গ ভালোবাসে কিন্তু বন্ধু বা আত্মীয়দের ভালোবাসে না। ► এরা কঠিন বোঝা সহ্য করে এবং শান্তিপূর্ণ ভাবে পালন করে থাকে। ► প্রাচিন সাথীদের এরা প্রাণ দিয়ে ভালোবাসে এবং আঁকড়ে রাখতে চায়। ► এরা জীবন সম্পর্কে খুব ব্যালেন্সে দৃষ্টি ভঙ্গি রাখে। ► বন্ধুদের বিষয়ে নিজের থেকেও বেশি মাথা ঘামায়।

সংখ্যা ৭ ঃ বন্ধু নির্বাচনে এদের জীবনে সাফল্য আসে। দের জীবনে অনেক উত্থান পতন থাকে। ► টাকা জমাবার চেয়ে এরা মন ও দেহের উন্নতি কামনা করে থাকে। ► নানা বিচিত্র অভিজ্ঞতা এরা জীবনে লাভ করে থাকে। ► সহ্য ক্ষমতা এবং এরা শান্তিপ্রিয় হয়ে থাকে।

ধর্ম ভিরু হয়ে থাকে। ► এদের মধ্যে কল্পনা শক্তি এবং ভাববাদী উত্তেজনা হঠাৎ এসে যায়। ► প্রচণ্ড ঝড়ে এদের মানসিকতা নষ্ট হয় না। ► এরা অভ্যাস, কাজ কর্মে নিয়ম শৃঙ্খলা মেনে চলে। ► এরা প্রাচীন পথে চলে কিন্তু মনে বৈপ্লবিক কাজও পছন্দ করে।

সংখ্যা ৮ ঃ এটি হল চাকুরির সংখ্যা। এটি এক দিকে আত্মত্যাগী, তন্ত্র মন্ত্র সাধনার দিকে আকর্ষণ থাকে, অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি অনেক সময় হয়ে যায়। এরা ভাব বাদী হয়। ► এদের মুক্ত ধ্যান ধারনার জন্য আকাঙ্খা থাকে তবে সে হয় না। এদের চাকরি করতে অথবা অন্যের হুকুম মেনে চলতে হয়।

► এরা চেষ্টা করলে চাকরিতে উন্নতি লাভ করে। ► এরা নিজে কি করবে সেই বিচার করে ধিরে ধিরে এগোয়। ► এদের কাছে মনুষ্যত্ব বা মানবতা শ্রেষ্ট ধর্ম। ► নিজের কাজ ভালো বুঝে , নিয়মানুবর্তিতা চায় কিন্তু নিজে পালন করে না। ► এদের ভাগ্য ভালো নয় দৈব ভাবে।

এদের ভাগ্য হয় কর্ম বা শ্রম দ্বারা। ► এরা ধীরে ধীরে কর্ম করতে ভালোবাসে। সংখ্যা ৯ ঃ এই সংখ্যাটি একটি ধাঁধার মতো সংখ্যা। এটি যেটি ঠিক বিপরীত প্রতিফলিত করে থাকে। ► এটি দুটি বিপরীত ভাবের প্রতীক কিন্তু শেষ পর্যন্ত এরা জীবন যুদ্ধে জয়ী।

► এরা জীবনে অনেক বাঁধা, আঘাত পায়। ► নিজে বিপদ ডেকে আনে এরা। অনেক বিপদ, দুর্ঘটনায় ভরা এদের জীবন। কিন্তু আদর্শ ও লক্ষে এরা স্থির। ► এরা পরিশ্রমী , ফলে হারজিত যাই হোক না কেন এরা উদ্যম হারায় না।

► উচ্চ আকাঙ্খা, উচ্চ আদর্শ, উচ্চ লক্ষের জন্য এরা জীবনে বিখ্যাত হতে পারে। ► এরা সৃজনশীল কাজ করে থাকে। এতে তাদের সাফল্য আসে। ► এরা কৌশলী , উপস্থিত বুদ্ধি যুক্ত, সচেতন মানুষ হয়ে থাকে। আমার আশে পাশের অনেকের স্বভাবের সাথেই এই তত্ত্ব সঠিক তার প্রমান পেয়েছি।

এবার ব্লগার ভাই-বোনের কি বলেন দেখি। কতটা সত্য এই তত্ত্ব । কিরোর সংখ্যা তত্ত্ব বইয়ে এর অনেক সংখ্যার ব্যাখ্যা দেওয়া আছে। আগামীতে হয়তো সংখ্যার উপর ভিত্তি করে গ্রহের প্রভাব নিয়ে লিখবো । এবার বলুন, কার মধ্যে কোন সংখ্যার প্রভাব বেশি ???? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.