আমাদের কথা খুঁজে নিন

   

আমরাই জিতবো T20 World Cup. বিশ্বাস রাখুন।

আরেকটি বিশকাপের সামনে দাড়িয়ে আমরা। আমরা আন্ডার ডগ হয়ে অংশ নেবো যেমনটি নিয়েসিলাম এশিয়া কাপে। ৪ টা টিমের মাঝে আমরা ছিলাম সব থেকে কম শক্তিশালী দল। আমাদের প্রস্তুতি ছিল ওদের থেকে খারাপ। আমরা ৫০ ওভার এর এশিয়া কাপের আগে খেলেছিলাম ২০ ওভার এর বি পি এল।

কিন্তু তখন শ্রীলঙ্কা ও ইন্ডিয়া সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে বিশাল এক সিরিজ শেষ করে এসেছিল। ওদের প্রস্তুতি ছিল অনেক ভাল। তবুও আমরা সবার কল্পনাকে ধোঁকা দিয়ে কল্পনার ফাইনাল খেলেছি। পর পর দুই খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন ও রানারআপ দলটিকে হারিয়েছি। আমরা প্রমান করেছি আমরাও পারি।

সামনে আরেকটি বিশ্বকাপ, কিন্তু আমাদের কে কেউ হিসেবের মাঝে আনতে চাইবেনা। আনবেও না। সবাই হিসেব করবে আমরা কিভাবে প্রথম খেলা তে জিতে দ্বিতীয় পর্বে উঠবো। আমাদের স্বপ্ন অতদুরই। কিন্তু আমি একজন হলেও বলবো আমরা এবার বিশ্ব কাপ জিতবো।

কি বেশি বলে ফেললাম? তো নিচের যুক্তি গুলো তুলে ধরলাম। ১. আমরা বিশ্ব সেরা স্পিনার সানি সাকিব রাজ দের নিয়ে স্পিন্নিং উইকেটে খেলব। ২. অন্য কোন দেশের প্রস্তুতি আমাদের দলের মত এতটা শক্ত না। আমরা ৭-৮ মাস ধরে ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত হচ্ছি। ৩. তামিম, জুনাইদ, সাকিব, মুশি, জিয়া, রিয়াদ, নাসির, মাশ, আশরাফুল এরা সবাই কি জিনিস আমরা জানি।

এদের সবারই দলের জন্য হাল ধরার সামরথ আছে। আমরা যে কোন দলকে হারাতে পারবো সহজেই। ৪. বর্তমান টিমটা অনেক দিন ধরে একসাথে খেলছে, মাশ, শাফিউল, রেজা, আবুল কে নিয়ে আমাদের ফাস্ট বোলিং টাও অনেক ভালো। মাশ নিজেকে অনেক আগেই প্রমান করেছে। প্রতিপক্ষ যেই হোক অফ স্ট্যাম্প বাচাতে বেগ পেতে হবে ভালোই।

আমার কথা গুলো শুধু স্বপ্ন ভেবে উরিয়ে দেবেন না। নিকট ভবিষ্যতের মাঝে এটাই সবথেকে বেস্ট সুযোগ বিশ্ব চ্যাম্পিয়ন হবার। Never Stop Believing...... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।