আমাদের কথা খুঁজে নিন

   

আমরাই

আমি যা আছি তাই ভালো।:) আমরাই বাংগালী।প্রতিদিন রাজনীতি,নাস্তিকতা নিয়ে ঝগড়া,একে অন্যের দিকে কোন কারণ ছাড়াই কাদা ছোড়াছুড়ি করি।অথচ,শীতে মানুষ গরম কাপড়ের অভাবে মারা যাচ্ছে তার খোজ কেউ রাখে না।প্রতিদিন ই শুনছি মানুষ মারা যাচ্ছে।অথচ,একটা পোস্ট ও দেখলাম না শীতার্তদের জন্য কেউ শীত বস্ত্র সংগ্রহ করছে।আমারা ঘরে বসে গুগলের 'let it snow' এর মজা নিচ্ছি।প্রতিবার এর মত এবারো হয়ত দেখব শীত শেষে কিছু মানুষের লোক দেখানো তোড়জোড়।হায়রে বাংগালী,কি জানি হয়ত আমরা এরকম ই। রংপুরে ৭ জন শিশু শীতে মারা গেছে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।